Haldia Packing Job Vacancy 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়ায় প্যাকিং এর কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকেলই এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র পুরুষদের জন্য শূন্যপদ রয়েছে। আপনার যদি বর্তমানে কোনো কাজের প্রয়োজন হয়ে থাকে, তাহলে এখানে আবেদন করে দেখতে পারেন। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফী লাগবে না। এখানে আগামী ২৯মে পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করতে পারবেন জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Tamralipta Fast Movers |
---|---|
পদের নাম | Unskilled Labour |
মোট শূন্যপদ | ৩০ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
আবেদন মোড | অনলাইন/অফলাইন |
স্থান | হলদিয়ায়, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | karmasangbad.wblabour.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
হালদিয়াতে প্যাকিং এর কাজে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Tamralipta Fast Movers কোম্পানি Adani Wilmar Ltd. কোম্পানির সঙ্গে প্যাকিং এর কাজে কর্মী (Unskilled Labour) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে শূন্যপদের সংখ্যা হলো ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে এক বছরের প্যাকিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম বয়স ছাড় এর কথা উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি (Apply Process)

প্রার্থীরা এখানে অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য karmasangbad.wblabour.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর JOBSEEKER এর নিচে Sign up-তে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করতে হবে। তারপর Login করে অনলাইন আবেদন ফর্ম সাবমিট করতে হবে।
অফলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এছাড়াও হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের দফতরে গিয়ে আবেদন জমা করতে পারেন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য জমা করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদন করার শেষ তারিখ হলো ২৯ মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২৯.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: karmasangbad.wblabour.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
Interested