HDFC Bank Recruitment 2022: HDFC ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 12500 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাশ অথবা উচ্চমাধ্যমিক পাশ করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। আপনার যদি চাকরি করতে আগ্রহী তাহলে HDFC ব্যাংক আপনাকে সুবর্ন সুযোগ দিচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করা সুযোগ পাবেন। এখানে চাকরি প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এখানে চাকরি প্রার্থীরা আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ও কি ভাবে চাকরি পাবেন বিস্তারিত ভাবে নিচে দেওয়া রয়েছে। নিচে আবেদন লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও সরাসরি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ সংস্থা | HDFC bank |
পদের নাম | ব্যাঙ্কিং এর নানান পদ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস বা গ্ৰাজুয়েশন পাস |
শূন্য পদ | 12,500 টি |
আবেদন শেষ | – |
স্থান | যেকোন রাজ্য |
HDFC ব্যাংকে নিয়োগ 2022, মোট 12551 টি শূন্যপদ (HDFC Bank Recruitment 2022)
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস,গ্ৰাজুয়েশন পাস এর বিভিন্ন ধরনের পদ রয়েছে প্রায় 12551 শূন্য পদ রয়েছে। এখানে যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Clerk
- Collection Officer
- Customer relationship Manager
- Analytics
- Manager
- Head of Operations
- prohibitory Officer
- Customer service Executive
- Finance and Accounting
- General Manager
- Administration
- Recovery officer
- Relation Manager
- Expert officer
- Network Engineer
- Assistant manager
- Branch manager
- Business Development manager
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ বা গ্ৰাজুয়েশন পাস হলেই চাকরি করা জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যেই হলেই আবেদন করা সুযোগ পাবেন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিজেদের বাড়িতে বসেই আবেদন করা সুযোগ পাবেন।
- এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীরকে প্রথমে এইচডিএফসি ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- চাকরি প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ক্যারিয়ার (Career) অপশনটি খুঁজে বের করতে হবে।
- চাকরি প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী পোস্ট টি সিলেক্ট করবেন এবং এরপর নিচে একটি লিংক দেওয়া রয়েছে সেখান ক্লিক করবেন।
- এরপর চাকরি প্রার্থীদের সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হবে সেটি ভালো করে জেনে ক্লিক করবেন।
- চাকরি প্রার্থীরা এইচডিএফসি ব্যাংকে নতুন আবেদন করে থাকেন তাহলে চাকরি প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রার করতে হবে এর সঙ্গে Resume বা বায়োডাটা আপলোড করতে হবে এবং অ্যাকাউন্ট বানিয়ে রাখেন তাহলে আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- চাকরি প্রার্থীরা সরাসরি এই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট যেতে পারবেন
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজের ফটো কপি
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- বায়ো ডাটা
HDFC Bank Recruitment 2022 – নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ফোন কলে মাধ্যমে অথবা ইমেইল আইডি মাধ্যমে ইন্টারভিউ জন্য ডাকা হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী ইন্টারভিউ পাস করবেন পরবর্তী কালে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে হলে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা অবশ্যই ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল কপি ও জেরক্স কপি নিয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
HDFC ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কটি শূন্যপদ রয়েছে?
HDFC ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে সারা দেশ জুড়ে প্রায় 12,500 টি শূন্যপদ রয়েছে।
HDFC ব্যাংকে চাকরির করতে কতো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?
HDFC ব্যাংকে চাকরির করতে মাধ্যমিক থেকে শুরু করে গ্রেজুয়েশন পাস পর্যন্ত পর্থিরাও আবেদন করতে পারবে। পদের উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা নির্ভর করে।
HDFC ব্যাংকে নিয়োগ 2022 এর শেষ তারিখ কতো?
HDFC ব্যাংকে নিয়োগ 2022 এর শেষ তারিখ উল্লেখ করা হয়নি। আপনি চাইলে HDFC এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে দেখতে পারেন। লিঙ্ক দেওয়া রয়েছে।
Hallo
Sir I want to do this job in this bank.Please accept my request.