HDFC Bank Recruitment 2023: ভারতের একটি অন্যতম জনপ্রিয় ব্যাংক HDFC Bank এর তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক করে থাকলেই এখানে বিভিন্ন বলে আবেদন করতে পারবেন। HDFC Bank Job Vacancy 2023-তে আবেদন করার জন্য এইচডিএফসি এর অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে যেতে হবে। HDFC Bank Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | HDFC Bank |
পদের নাম | ব্যাংক স্টাফ |
মোট শূন্যপদ | ৪৫০০+ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | প্রাইভেট চাকরি (Bank Job) |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | hdfcbank.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
HDFC ব্যাংকে নিয়োগ ২০২৩ (HDFC Bank Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে HDFC ব্যাংকে বিভিন্ন ব্যাংক স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Clerk
- PO
- Single Window Operetor
- Assistant Manager
- Relationship Manager
- Mobile Banker
- Field Officer
- KYC Officer
- Sales Department
- HR
- Peon
- Sweeper
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
HDFC Bank Recruitment 2023 এর প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস থাকলে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আবার কিছু কিছু পদের ক্ষেত্রে আরো উচ্চতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
আবেদন কারীর বয়স ১৮ বছরের বেশি হলেই HDFC Bank Job Vacancy 2023 এর বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
বেতন (HDFC Bank Stuff Salary 2023)
এখানে HDFC ব্যাংকের পদ ভিত্তিক বেতনের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (HDFC Bank Recruitment 2023 Online Apply)
আগ্রহী প্রার্থীরা এখানে HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন।
- প্রথমে HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর কেরিয়ার বিভাগে যান।
- এরপর View All Jobs এ ক্লিক করুন।
- নিজের শিক্ষাগত যোগ্যতা ও বাসস্থান ভিত্তিক চাকরি বেছেনিন।
- এরপর লগইন করে নিন।
- আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্রথমে সাইন আপ করে নিন।
- নিজের রিজুমে আপলোড করুন।
- এরপর Apply-তে ক্লিক করলে আবেদন সম্পন্ন করুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
HDFC ব্যাংকে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী নির্বাচন করে নিয়োগ করা হবে। HDFC Bank Recruitment 2023 Selection Process সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- Jio Work From Home: বাড়িতে বসে মাসে ৩৫ হাজার টাকা আয় করুন! জিও কোম্পানিতে নিয়োগ ২০২৩।
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
HDFC Bank Recruitment 2023 – FAQ
HDFC Bank Recruitment 2023 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?
HDFC Bank Recruitment 2023 তে বিভিন্ন ব্যাংক স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে।
HDFC Job Vacancy 2023 তে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?
মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক করা থাকলেই HDFC Job Vacancy 2023-তে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের ক্ষেত্রে আরো উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
HDFC ব্যাংকে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা কতো?
আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হলেই HDFC ব্যাংকে আবেদন করতে পারবেন।
**জরুরি সূচনা ~ বাংলা পোর্টাল ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ও প্রাইভেট চাকরির খবর প্রদান করা হয়। যেকোনো প্রাইভেট চাকরিতে আবেদন করার আগে চাকরির সোর্স বা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থাকে বিস্তারিত জেনে নেবেন। চাকরির নামে কেউ রেজিষ্টেশন ফিস বা অন্যান্য অজুহাত দেখিয়ে টাকা চাইলে তার থেকে দূরে থাকবেন। আপনার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে বা ঠকালে বাংলা পোর্টাল কোনোভাবেই দায়ী থাকবে না।