পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনপুর জেলায় আশা কর্মী ও সাস্থ্য কর্মী নিয়োগ ২০২২ |Helth Worker ASHA Karmi Recruitment 2022 Purba Medinipur

Helth Worker ASHA Karmi Recruitment 2022 Purba Medinipur: পশ্চিমবঙ্গের জেলার ও বিডিও অফিসে তরফে সামাজিক হেলথ ওয়ার্কার এবং আশা কর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে আগ্রহী তারা অব্যশই আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামসামাজিক হেলথ ওয়ার্কার, আশা কর্মী
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মোট শূন্য পদ
আবেদন শেষ তারিখ21.09.2022
স্থানপূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটpurbamedinipur.gov.in

পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ | ASHA Karmi Recruitment 2022 Purba Medinipur

পদের নাম ~ এখানে আবেদনকারীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – সামাজিক হেলথ ওয়ার্কার এবং আশা কর্মী

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস। এছাড়াও চাকরি প্রার্থীরা আরো উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন তবে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতায় গন্য করা হবে।

বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে 40 বছরের কম। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি | How To Apply ASHA Karmi Recruitment 2022 Purba Medinipur

যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে আগ্রহী তারা অব্যশই নিচে দেওয়া অফিশিয়াল ‌নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে। চাকরি প্রার্থীরা আবেদনপত্রে উপরে ডান দিকে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং নিচের দিকে চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার করতে হবে। এরপর চাকরি প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে সেটি একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ফটো কপি।

আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 01.09.2022 তারিখ এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 21.09.2022 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি | ASHA Karmi Recruitment 2022 Purba Medinipur Selection Process

এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন পাস করবেন এবং তাদের একটি নামের লিস্ট প্রকাশ করা হবে সেই অনুযায়ী নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | ASHA Karmi Recruitment 2022 Dates & Links

বিজ্ঞপ্তি প্রকাশিত30.08.2022
আবেদন শুরু01.09.2022
আবেদন শেষ তারিখ21.09.2022
অফিশিয়াল নোটিস 1Download PDF
অফিশিয়াল নোটিস 2Download PDF
অফিশিয়াল নোটিস 3Download PDF
অফিশিয়াল নোটিস 4Download PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment