Hindustan Copper Limited Recruitment 2023: পশ্চিমবঙ্গে সরকারি তমা কোম্পানিতে নিয়োগ ২০২৩

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023: পশ্চিমবঙ্গে হিন্দুস্থান কপার লিমিটেড তরফে Executive Director & General manager পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুধু মাত্র CA,BE/B.Tech,MBA ডিগ্ৰি করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Kolkata Hindustan Copper Limited Recruitment 2023-তে আবেদন করা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাHindustan Copper Limited
পদের নামExecutive director & General manager
মোট শূন্যপদ০৪ টি
বেতন১,০০,০০০/- থেকে ২,৮০,০০০/-
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটhindustancopper.com
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

তমা কোম্পানিতে নিয়োগ ২০২৩ (Hindustan Copper Limited Recruitment 2023)

পদের নাম (Post Name)

কলকাতা হিন্দুস্থান কপার লিমিটেড দ্বারা Executive Director & General manager পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023 -তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA,BE/B.Tech,MBA ডিগ্ৰি/ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Executive Director পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৬ বছর বয়সের মধ্যে হতে হবে এবং General manager পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে প্রার্থীদের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১,০০,০০০/- টাকা থেকে ২,৮০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে। তারপরে প্রার্থীরা আবেদনপত্রটি ভালো করে পূরণ করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

General Manager, Hindustan Copper Limited, Tamra Bhavan,1, Asutosh Chowdhury Avenue , Kolkata – 700019

আবেদন শেষ তারিখ (Application Last Date)

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ হলো ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

এখানে চাকরি প্রার্থীদের প্রথমে একটি শর্ট লিষ্ট তৈরি করা হবে। তারপরে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.১২.২০২২
আবেদন শুরু৩১.১২.২০২২
আবেদনে শেষ তারিখ১৩.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস/আবেদনপত্র – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

Hindustan Copper Limited Recruitment 2023 – F.A.Q

Kolkata Hindustan Copper Limited তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

Kolkata Hindustan Copper Limited তে Executive Director & General manager পদে নিয়োগ করা হচ্ছে।

Kolkata Hindustan Copper Limited Vacancy 2023 তে কত গুলি শূন্যপদ আছে?

Kolkata Hindustan Copper Limited Vacancy 2023 তে সবমিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ আছে।

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023 তে আবেদনে শেষ তারিখ কত?

Kolkata Hindustan Copper Limited Recruitment 2023 তে আবেদন করা শেষ তারিখ হলো ১৩.০২.২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment