HS Routine 2022 West Bengal Board | উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2022

No Comments

Photo of author

By Joydeep

West Bengal HS Routine 2022 (Released)- WBCHSE Routine 2022

২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা জুন মাস থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমবঙ্গ বোর্ড। কিন্তূ বর্তমানের করোনা পরিস্থিতির কারণে জুন মাসে উচ্চমাধ্যমিক (WBCHSE) পরীক্ষা রুটিন বাতিল করা হয়েছে। করোনা পরিস্তিতি দেখে নতুন করে উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন দেওয়া হবে। নতুন রুটিন কবে দেওয়া হবে এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি।

HS Routine 2022

HS Routine 2022 | উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২

যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে তাই নিচের দেওয়া রুটিন কোনো কাজের না। নিচে বাতিল হাওয়া পুরোনো রুটিন টি দেওয়া হয়েছে। নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হলে আপডেট করা হবে।

তারিখ বিষয়
১ এপ্রিল,২০২২ বাংলা(A), ইংরেজি(A), হিন্দি(A), নেপালি(A), উর্ধু, সাঁওতালি,ওড়িয়া,তেলগু, গুজরাটি, পাঞ্জাবি
৪ এপ্রিল,২০২২ ইংরেজি (B), বাংলা(B), হিন্দি(B), নেপালি(B),বিকল্প ইংরেজি
৬ এপ্রিল,২০২২ স্বাস্থ্যসেবা, অটোমোবাইল, সংগঠিত খুচরা বিক্রয়, নিরাপত্তা, আইটি এবং আইটিইএস-বৃওমূলক বিষয়
৮ এপ্রিল,২০২২ বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
১১:এপ্রিল,২০২২ গণিত, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, কৃষিবিদ্যা, ইতিহাস
১২:এপ্রিল,২০২২ কম্পিউটার সায়েন্স, আধুনিক কম্পিউটার অ্যপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, সঙ্গীত,ভিজু্য়াল‌ আর্টস
১৪ এপ্রিল,২০২২ বাণিজ্যিক আইন এবং নিরীক্ষা,দর্শন, সমাজবিজ্ঞানের প্রাথমিক
১৬ এপ্রিল,২০২২ পদার্থ বিদ্যা, পুষ্টি, শিক্ষা, হিসাববিজ্ঞান
১৮ এপ্রিল,২০২২রাসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ, সংস্কৃত, ফারসি, আরবি, ফরাসি
২০ এপ্রিল,২০২২ পরিসংখ্যান, ভূগোল,খরচ এবং কর, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা

HS Practical Exam Routine 2022 | উচ্চমাধ্যমিক প্রাকটিক্যাল পরীক্ষার রুটিন ২০২২

নিচে দেওয়া উচ্চমাধ্যমিক প্রাকটিক্যাল পরীক্ষার রুটিন টি বাতিল করা হয়েছে। এটি আপনাদের কোনো কাজের নয়। নতুন করে রুটিন দেওয়া হলে আপডেট করা হবে।

তারিখ বিষয়
মার্চ ২০২২ ল্যাব-ভিত্তিক বিষয়
মার্চ ২০২২ সঙ্গীত
মার্চ ২০২২ দৃশ্যমান অংকন
মার্চ ২০২২ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা

2022 HS Exam Routine PDF Download | উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন কিভাবে ডাউনলোড করবেন

পশ্চিবঙ্গ বোর্ড এর HS পরীক্ষার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বোর্ড এর নাম WBCHSE এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbchse.nic.in । আপনারা WBCHSE বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে HS/উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারেন।

WBCHSE West Bengal Bord Exam

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ WBCHSE নামে পরিচিত এই বোর্ডটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বোর্ড এবং বোর্ডের সদর দপ্তর ভারতের কলকাতা সল্টলেক সিটিতে অবস্থিত।  WB বোর্ড ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রণালয় সরকারের অধীনে কাজ করছে। বর্তমানে WBCHSE এর সাথে অধিভুক্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী। WB বোর্ড সামগ্রিক পশ্চিমবঙ্গে বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বোর্ড হল সবচেয়ে বড় এবং জনপ্রিয় শিক্ষা বোর্ড। সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পরিচালিত বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি করার পদ্ধতি

উচ্চমাধ্যমিক/HS পরীক্ষার প্রস্তুতির উপর আপনার পরীক্ষার ফল নির্ভর করে। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের ২০২২ এর সিলেভাস অনুযায়ী অনুশীলন করুন। বই পড়তে বেশি সময় দিন, ও উচ্চ মাধ্যমিক এর পুরোনো প্রশ্ন সমাধান করুন। ছাড়াও কিছু সময় বের করে উচ্চ মাধ্যমিক এর মডেল প্রশ্ন সমাধান করুন। কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই নিজের শিক্ষকের সাহায্য চাইবেন। কঠোর প্রশ্রিমের সঙ্গে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। অবশেষে এটাই বলবো সুস্থ ও ভালো মনে পরীক্ষা দিন। আপনার জন্য আমাদের শুভ কামনা রইল।

HS Routine 2022  FAQ

প্র: HS/উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতো তারিখ থেকে শুরু ?

ঊ: HS/উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতো তারিখ থেকে শুরু এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি।

প্র: কিভাবে উচ্চমাধ্যমিক/HS পরীক্ষার pdf রুটিন ডাউনলোড করবো ?

ঊ: WB HS পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.nic.in তে গিয়ে রুটিন এর pdf ফাইল ডাউনলোড করতে পারবেন।

প্র: WBCHSE এর আপডেট পাবো কিভাবে ?

ঊ: WBCHSE বিষয়ে আপডেট পেতে এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.nic.in এ যান অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ এ যুক্ত হন।

এই প্রবন্ধের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন টি প্রদান করা হয়েছে সেটি বাতিল হবার কারণে আপনাদের কোনো কাজের নয়। নতুন রুটিন প্রকাশ করা হলে আপডেট করে দেওয়া হবে। এছাড়া আপনারা কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এর pdf ডাউনলোড করবেন তার পদ্ধতি, WBCHSE বোর্ড এর সম্পর্কে কিছু তথ্য ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কিভাবে করবেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং নিচে কিছু HS Routine 2022 সম্পর্কিত প্রশ্নের সম্ভাব্য উত্তরও প্রদান করা হয়েছে।

আরো পড়ুন – 

Leave a comment