মাধ্যমিক পাসে কলকাতা IACS-তে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ ২০২৩ | IACS Kolkata MTS Recruitment 2023

IACS Kolkata MTS Recruitment 2023: মাধ্যমিক পাসে কলকাতা IACS-তে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে আগামী 31 জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। IACS MTS Recruitment 2023 আবেদন করার পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিজে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIACS
পদের নামমাল্টি টাস্কিং স্টাফ (MTS)
মোট শূন্যপদ১০ টি
বেতন (₹)১৮,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটiacs.res.in
টেলিগ্রামJoin Here

কলকাতা IACS-তে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ ২০২৩ (IACS Kolkata MTS Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে কেন্দ্র সরকার দ্বারা Indian Association for the Cultivation of Science (IACS) তে Multi Tasking Staff (General) স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলে মোট ১০টি শূন্য পদ রয়েছে।শ্রেণী ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের ছকের মধ্যে দেওয়া হল।

শ্রেণিমোট শূন্যপদ
ST৪ টি
OBC৩ টি
EWS৩ টি
মোট১০ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

IACS MTS Recruitment 2023-এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।

বয়স সীমা (Age Limit)

IACS Kolkata MTS Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

IACS Kolkata Recruitment 2023 তে MTS পদের কর্মকর্তাদের প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Online)

IACS Kolkata Recruitment 2023 তে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন।

  • প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
  • তারপর আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্র এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করতে হবে।
  • তারপর সেটিকে একটি খামের ভিতর পুরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখে নেবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১,০০০ টাকা আবেদনমূলক ধার্য করা হয়েছে SC/ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা আবেদন মূল্যে প্রয়োজন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Indian Association for the Cultivation of Science, Jadavpur, Calcutta – 700032

আবেদনের শেষ তারিখ (Last Date)

IACS Kolkata MTS Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ হল ৩১এই জানুয়ারি ২০২৩।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইস্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। IACS Kolkata MTS Recruitment 2023 এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৩.১২.২০২২
আবেদন শুরু২৩.১২.২০২২
আবেদন শেষ৩১.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Download PDF
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment