সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কলকাতায় IACS-তে চাকরির সুযোগ, জেনেনিন আবেদন পদ্ধতি

IACS Research Associate Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স )IACS) এর পক্ষ থেকে Research Associate-i/Bridge Fellow পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাIndian Association for the Cultivation of Science (IACS)
পদের নামResearch Associate-i/ Bridge Fellow
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
আবেদন মোডইন্টারভিউ
স্থানকলকাতা
ওয়েবসাইটiacs.res.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতায় IACS-তে নিয়োগ ২০২৩

পদের নাম

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Research Associate-i/ Bridge Fellow

মোট শূন্যপদ

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিষয়ে পিএইচডি কমপ্লিট করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী বয়স সবোর্চ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে Research Associate-i/ Bridge Fellow পদে নির্বাচিত প্রার্থীদের IACS এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে Research Associate-i/ Bridge Fellow পদে কোন রকম আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে ২২ আগষ্ট ২০২৩ তারিখে উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

ইন্টারভিউ স্থান

School of Chemistry, IACS, Kolkata

ইন্টারভিউ তারিখ

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IACS) এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ২২ আগষ্ট ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে Research Associate-i/ Bridge Fellow পদে নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.০৮.২০২৩
ইন্টারভিউ তারিখ২২.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: iacs.res.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment