IB Recruitment 2023 Notification: ভারতের ইন্টেলিজেন্ট বিউরো দ্বারা mha.gov.in তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১৬৭৫ টি শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ আরো অনান্য পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস ও ITI কোর্স করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ১৭এই ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। IB SA/Exe & MTS/Gen Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Intelligence Bureau (IB) |
---|---|
পদের নাম | SA/Exe, MTS/Gen |
মোট শূন্যপদ | ১৬৭৫ টি |
বেতন (₹) | ১৮,০০০ – ৬৯,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | mha.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্টেলিজেন্স বিউরোতে নিয়োগ ২০২৩ (IB Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে ভারতের ইন্টেলিজেন্স বিউরোতে মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল (Multitasking Staff/General) এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ (Security Assistant/Executive) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (IB MTS Vacancy 2023)
এখানে সব মিলিয়ে মোট ১৬৭৫ টি শুন্য পদ রয়েছে। পথ ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচে ছকের মধ্যে উল্লেখ করা আছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Security Assistant/Executive (SA/Exe) | ১৫২৫ টি |
Multitasking Staff/General (MTS/Gen) | ১৫০ টি |
শিক্ষাগত যোগ্যতা (IB MTS Recruitment 2023 Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। তাছাড়া যে কাজের জন্য আবেদন করছেন ওই কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিস্তারিত জানার জন্য অফিসের নোটিসটি পড়ে দেখবেন।
বয়সসীমা (Age Limit)
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। টাস্কিং স্টাফ/জেনারেল পোদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বয়স ছাড় দেওয়া হবে।
বেতন (IB MTS Recruitment 2023 Salary)
ইন্টেলিজেন্স বিউরোতে মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল (Multitasking Staff/General) এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ (Security Assistant/Executive) পদের কর্মকর্তা দের প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের ছকের মধ্যে দেওয়া হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল | ১৮,০০০ – ৫৬,৯০০/- |
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ | ২১,৭০০ – ৬৯,১০০/- |
আবেদন পদ্ধতি (IB Recruitment 2023 Apply Online)
IB Recruitment 2023 তে প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের পতনের মিনিস্টারি অফ হোম এফআইআর এর অফিসিয়াল ওয়েবসাইট এম mha.gov.in তে যেতে হবে। এখানে আবেদন করার পদ্ধতির নিচে কয়েকটি পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

- প্রথমে mha.gov.in ওয়েবসাইটে যান।
- ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেটির আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।
- আবেদন পত্র পূরণ করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদনমূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়ে থাকে)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য (Application Fee)
আবেদন করার জন্য দুটি পর্যায়ে আবেদন মূল্য জমা করতে হবে। প্রথমে ৫০ টাকা পরীক্ষার ফী হিসেবে এবং তারপর ৪৫০ টাকা রিট্রুমেন্ট প্রসেসিং ফী হিসেবে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন শেষ তারিখ (IB MTS Recruitment 2023 Last Date)
IB Recruitment 2023 এর অফিসিয়াল নোটিস অনুসারে এখানে ২১ এই জানুয়ারি ২০২৩ থেকে ১০এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন চলার কথা উল্লেখ করা ছিল। কিন্তূ পরবর্তী সময়ে mha.gov.in তে একটি শর্ট নোটিশ এর মাধ্যমে জানানো হয়েছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে তারিখ পিছিয়ে ২৮এই জানুয়ারি ২০২৩ থেকে ১৭এই ফেব্রুয়ারি ২০২৩ করা হয় হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
IB Recruitment 2023 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের দুটি পর্যায়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে ১০০ নম্বরের Tier-I লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ৪০ নম্বরের Tier-II লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত জানার জন্য অফিসের নোটিশটি ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.০১.২০২৩ |
আবেদন শুরু | ২৮.০১.২০২৩ |
আবেদন শেষ | ১৭.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
IB MTS Recruitment 2023 – FAQ
IB MTS Recruitment 2023 তে আবেদন শুরু কতো তারিখ?
IB MTS Recruitment 2023 তে আবেদন শুরু ২৮এই জানুয়ারি ২০২৩।
IB Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?
উপরের Download PDF তে ক্লিক করে IB Recruitment 2023 Notification ডাউনলোড করতে পারবেন।
Intelligence Bureau তে MTS পদে আবেদন করার শেষ তারিখ কত?
Intelligence Bureau তে MTS পদে আবেদন করার শেষ তারিখ হলো ১৭এই ফেব্রুয়ারি ২০২৩।