IBPS Clerk Recruitment 2022: IBPS এর তরফ থেকে সরকারি ব্যাঙ্ক এ CRP Clerk XII পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত। এখানে মোট 6035 টি শূন্যপদ রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 528 টি শূন্যপদ রয়েছে। এখানে প্রায় 11 টিরেও বেশি সরকারি ব্যাংকে চাকরি দেওয়া হবে। বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং আরো অন্যান্য। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | IBPS |
পদের নাম | CRP Clerk XII |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
মোট শূন্যপদ | 6035 টি |
আবেদনের শেষ তারিখ | 21.07.2022 |
স্থান | সমস্ত রাজ্য |

সরকারি ব্যাঙ্ক-এ ক্লার্ক পদে নিয়োগ 2022 বিজ্ঞপ্তি (IBPS Clerk Recruitment 2022 Notification)
পদের নাম ~ IBPS Clerk Recruitment 2022 -তে সরকারি ব্যাঙ্ক-এ ক্লার্ক (CRP Clerk XII) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক পাস করা প্রয়োজন। এছাড়াও কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন এবং এটির সার্টিফিকেট থাকা প্রয়োজন।
বয়স সীমা ~ এখানে আবেদন কারীর বয়স অবশ্যয় 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হেব।
মোট শূন্যপদ ~ এখানে সব রাজ্য মিলে মোট 6035 টি শূন্যপদ রয়েছে এবং IBPS Clerk Recruitment 2022 তে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 528 টি শূন্যপদ রয়েছে।
বেতন ~ এখানে প্রতিমাসে 19,000 টাকা বেতনের ব্যাবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি (IBPS Clerk Recruitment 2022 Apply Online)
IBPS Clerk Recruitment 2022 Apply Online: IBPS ক্লার্ক পদের জন্য আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট @ibps.in এ যান
- তারপর ‘Click Here To Apply Online For CRP Clerk XII’ তে ক্লিক করুন
- এখন আপনার সামনে একটু নতুন পৃষ্ঠা খুলবে
- এখানে ‘Click here to apply Online for Recruitment of cLERK under CRP RRBs-XI’ তে ক্লিক করুন
- এরপর ‘CLICK HERE TO NEW REGISTRATION’ এ ক্লিক করুন
- এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন
- নিজের ছবি, সিগনেচার এবং বাম হাতের বুড়ো আঙুলের চাপ আপলোড করুন
- আপনার সমস্ত তথ্য যাচাই করুন
- এরপর আপনার আবেদনটি Submit করুন।
আবেদনের শেষ তারিখ ~ 21 সে জুলাই 2022 হচ্ছে আবেদন করার শেষ তারিখ।
আবেদন মূল্য ~ এখানে সাধারণ পর্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে 850 টাকা এবং ST, SC ও PH শ্রেণীর পর্থীদের জন্য আবেদন মূল্য লাগবে 175 টাকা।
নিয়োগ প্রক্রিয়া (IBPS Clerk Recruitment 2022 Selection Process)
এখানে চাকরিপ্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে – ১) প্রিলিমস পরোক্ষ এবং ২) মেন পরীক্ষা।
IBPS Clerk 2022 Exam Pattern
প্রিলিমস পরীক্ষা ~ এখানে মোট 100 টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নম্বর। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 28 সে আগস্ট এবং 3 ও 4 এই সেপ্টেম্বর 2022। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন।
মেন পরীক্ষা ~ IBPS Clerk Recruitment 2022 এর প্রিলিমস পরীক্ষায় পাস করা পারথীদের 8 এই অক্টোবর 2022 মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেন পরীক্ষার ছক নিচে দেওয়া হলো –
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার | সময় (মিনিট) |
---|---|---|---|
General/Financial Awareness | 50 | 50 | 35 |
General English | 40 | 40 | 35 |
Computer Knowledge & Reasoning Ability | 50 | 60 | 45 |
Quantitative Aptitude | 50 | 50 | 45 |
মোট | 190 MCQ | 200 নাম্বার | 160 মিনিট |
অ্যাডমিট কার্ড ~ IBPS Clerk 2022 Admit Card, IPPS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পার্থীরা ডাউনলোড করতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.06.2022 |
আবেদন শুরু | 01.07.2022 |
আবেদন শেষ | 21.07.2022 |
প্রিলিমস পরীক্ষা | 28.08.2022 03.09.2022 04.09.2022 |
মেন পরীক্ষা | 08.10.2022 |
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- অষ্টম শ্রেণী পাসে সাস্থ্য পরিবহন ভবনে নিয়োগ 2022
- কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2022
আরো চাকরি দেখুন 👇
IBPS ক্লার্ক পদে আবেদনের শেষ তারিখ কত ?
IBPS ক্লার্ক পদে আবেদনের শেষ তারিখ হলো 21 সে জুলাই 2022
IBPS Clerk 2022 পরীক্ষার তারিখ কতো?
প্রিলিমস পরীক্ষার তারিখ 28.8.2022 ও 03.9.2022 এবং 04.09.2022। IBPS Clerk 2022 মেন পরীক্ষার তারিখ 08.10.2022
IBPS Clerk 2022 Online Apply কিভাবে করবো?
IBPS Clerk 2022 Online Apply করার জন্য ibps.in এ গিয়ে আবেদন করতে পারেন। স্টেপ বায় স্টেপ আবেদন প্রক্রিয়া উপরে দেখানো হয়েছে।
IBPS Clerk 2022 এর বেতন কতো ?
IBPS Clerk 2022 এর বেতন প্রায় 19,500 টাকা প্রতিমাসে
4 thoughts on “IBPS Clerk Recruitment 2022: সরকারি ব্যাঙ্ক-এ ক্লার্ক পদে নিয়োগ 6035 টি শূন্যপদ @ ibps.in”