IBPS PO Recruitment 2022: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর তরফ থেকে 6432 টি শূন্যপদে Probationary Officer (PO)/Management Trainees (MT) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2011 সাল থেকে এই পরীক্ষা হয়ে আসছে এবং 2022 এর এই IBPS PO Exam টি হচ্ছে 12তম। IPBS পরীক্ষার সাহায্যে পার্থী বাছাই করে ব্যাংকে নিয়োগ করা হয়। এই পরীক্ষায় পার্থী বাছাই করে 11 টি পাবলিক সেক্টর ব্যাংকে চাকরি দেওয়া হবে। আগ্রহী পার্থী এখানে 2 আগস্ট থেকে 22 সে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | IBPS |
চাকরির নাম | IBPS PO Recruitment 2022 |
পদের নাম | PO/MT |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (Graduation) |
মোট শূন্যপদ | 6432 |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ibps.in |
IBPS নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | IBPS PO Recruitment 2022 Vacancy Details
পদের নাম | Post Name
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর তরফ থেকে Probationary Officer (PO)/Management Trainees (MT) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা | IBPS Probationary Officer (PO) Qulafication
IBPS IBPS Probationary Officer (PO) Qulafication: এখানে আবেদন করতে হলে আপনাকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) করা থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের সাধারণ ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও আপনি যে অঞ্চলের জন্য আবেদন করবেন সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা জেনে থাকা প্রয়োজন।
বয়সসীমা | IBPS PO Age Limit
IBPS PO Age Limit: এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 01.08.2022 তারিখে 20 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় এর ব্যাবস্থা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
শূন্যপদ | IBPS PO Vacancy 2022-23
IBPS Probationary Officer (PO) Recruitment 2022 তে সব মিলিয়ে মোট 6432 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচের ছকের মধ্যে দেওয়া রয়েছে।
ব্যাংকের নাম | SC | ST | OBC | EWS | Gen | মোট |
---|---|---|---|---|---|---|
ব্যাংক অফ বরোদা | NR | NR | NR | NR | NR | NR |
ব্যাংক অফ ইন্ডিয়া | 80 | 40 | 144 | 53 | 218 | 535 |
ব্যাংক অফ মহারাষ্ট্র | NR | NR | NR | NR | NR | NR |
কানারা ব্যাংক | 375 | 187 | 675 | 250 | 1013 | 2500 |
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া | NR | NR | NR | NR | NR | NR |
ইন্ডিয়ান ব্যাংক | NR | NR | NR | NR | NR | NR |
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক | NR | NR | NR | NR | NR | NR |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক | 75 | 37 | 135 | 50 | 203 | 500 |
পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক | 38 | 23 | 66 | 24 | 102 | 253 |
ইউকো ব্যাংক | 92 | 41 | 148 | 55 | 224 | 550 |
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া | 346 | 115 | 573 | 184 | 836 | 2094 |
মোট শূন্যপদ | 996 | 483 | 1741 | 616 | 2596 | 7432 |
বেতন | IBPS Probationary Officer (PO) Salary
IBPS Probationary Officer (PO) Salary: একজন Probationary Officer এর সমস্ত রকমের ভাতা এবং অন্যান্য সুবিধা মিলে বেতন হবে (₹) 52,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত। IBPS PO এর প্রাথমিক বেসিক বেতন হচ্ছে 36,000 টাকা।
IBPS PO আবেদন পদ্ধতি | IBPS PO Apply Online

IBPS PO Apply Online: আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য আপনারা @ibps.in ওয়েবসাইটে যেতে হবে। IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক নিচে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর বিভাগে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে নিচে সংক্ষিপ্ত রূপ দেখানো হলো।
- প্রথমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- Probationary Officer (PO)/Management Trainees (MT) পদে আবেদন সম্পর্কিত লিঙ্ক ক্লিক করুন।
- আপনার সামনে যে আবেদন পত্রটি আসবে সেটি সঠিক ভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট ও নিজের সাক্ষর আপলোড করুন।
- আবেদন ফী প্রদান করুন।
- আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট নিয়ে নিন।
আবেদন মূল্য | IBPS PO 2022 Application Fee
শ্রেণী ভিত্তিক IBPS PO 2022 Application Fee নিচের তালিকায় দেওয়া রয়েছে। মনে রাখবেন আবেদন মূল্য প্রদান করার পর আর ব্যাংকে ফেরত পাবেন না। আবেদন মূল্য/ফী অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।
Category | Application Fee (₹) |
---|---|
ST/SC/PWD | 175 /- |
Other Candidates | 850 /- |
IBPS ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া ২০২২ | IBPS PO Selection Process 2022
Probationary Officer (PO)/Management Trainees (MT) পদে পর্থীদের IBPS এর Common Recruitment Process এর মাধ্যমে পার্থী বাছাই করা হবে। এখানে মোট 3 টি ধাপ রয়েছে –
- প্রিলিমিনারী পরীক্ষা।
- মেন পরীক্ষা।
- ইন্টারভিউ।
এই 3 টি ধাপের মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
IBPS PO পরীক্ষার ২০২২ | IBPS PO Exam 2022
IBPS পর্থীদের 2 টি পরীক্ষা নেওয়া হবে, প্রিলিমিনারী পরীক্ষা এবং মেন পরীক্ষা। এখানে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
প্রিলিমিনারী পরীক্ষার ধরন | IBPS PO Prelims Exam Pattern
IBPS PO Prelims Exam তে মোট 100 টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশের মান 1 হবে। প্রতিটি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে।
বিষয় | প্রশ্ন সংখ্যা | প্রশ্নের মান | সময় |
---|---|---|---|
ইংরেজী ভাষা | 30 | 30 | 20 মিনিট |
সংখ্যাগত ক্ষমতা | 35 | 35 | 20 মিনিট |
যুক্তির ক্ষমতা | 35 | 35 | 20 মিনিট |
মোট | 100 | 100 | 60 মিনিট |
মেন পরীক্ষা ধরন | IBPS PO Main Exam Pattern 2022
IBPS PO Main Exam তে মোট পরীক্ষার মান 200 + 25 নম্বর এবং সময় থাকবে 180 + 30 মিনিট।
রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড | 45 | 60 | 60 মিনিট |
ইংরেজী | 35 | 40 | 40 মিনিট |
তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা | 35 | 60 | 45 মিনিট |
সাধারণ আর্থানাতি এবং ব্যাংকিং সচেতনতা | 40 | 40 | 35 মিনিট |
মোট | 155 | 200 | 3 ঘণ্টা |
ইংরেজী ভাষা (চিঠি লেখা ও প্রবন্ধ) | 2 | 25 | 30 মিনিট |
পরীক্ষার সিলবাস | IBPS PO Syllabus 2022
প্রিলিমিনারী পরীক্ষা: IBPS PO প্রিলিমিনারী পরীক্ষার Syllabus এর মধ্যে থাকবে যুক্তির ক্ষমতা, পরিমাণগত যোগ্যতা এবং ইংরেজি ভাষা।
মেন পরীক্ষা: IBPS PO মেন পরীক্ষা Syllabus তে রয়েছে যুক্তি, ইংরেজি ভাষা, পরিমাণগত, যোগ্যতা, সাধারণ সচেতনতা, কম্পিউটার যোগ্যতা।
অ্যাডমিট কার্ড| IBPS PO Admit Card
IBPS PO Admit Card বা প্রবেশ পত্র পরীক্ষার 10 থেকে 15 দিন আগে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিষ্টেশন বা রোল নম্বর এবং জন্ম তারিখ বা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন।
IBPS PO পরীক্ষার তারিখ | IBPS PO Exam Dates
পরীক্ষা | তারিখ |
---|---|
প্রিলিমিনারী পরীক্ষা | 15.10.2022 16.10.2022 22.10.2022 |
মেন পরীক্ষা | 26.11.2022 |
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিষয় | তারিখ |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশিত | 01.08.2022 |
আবেদন শুরু | 02.08.2022 |
আবেদন শেষ | 22.08.2033 |
অ্যাডমিট কার্ড ডাউনলোড | অক্টোবর 2022 |
প্রিলিমিনারী পরীক্ষা | 15.10.2022 16.10.2022 22.10.2022 |
মেন পরীক্ষা | 26.11.2022 |
ফলাফল | ডিসেম্বর 2022 |
কল লেটার | জানুয়ারি/ফেব্রুয়ারি 2023 |
ইন্টারভিউ | জানুয়ারি/ফেব্রুয়ারি 2023 |
IBPS PO 2022 অস্থায়ী বরাদ্দ | এপ্রিল 2023 |
প্রয়োজনীয় লিংক | Importent Links
- অফিসিয়াল নোটিস – Download PDF
- আবেদন লিঙ্ক – Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট – www.ibps.in
- আমাদের টেলিগ্রাম – Free Join Here
আরো চাকরি দেখুন 👇
IBPS PO Recruitment 2022 FAQ
IBPS PO Eligibility বা আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা?
IBPS PO 2022 আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, কম্পিউটারের সাধারণ ধারণা এবং আঞ্চলিক ভাষার জ্ঞান।
IBPS PO Age Limit বা বয়সসীমা কতো?
IBPS PO Age Limit বা বয়সসীমা হলো 20 থেকে 30 বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
IBPS PO Application Last Date বা আবেদনের শেষ তারিখ কবে?
IBPS PO Application Last Date বা আবেদনের শেষ তারিখ হলো 22 সে আগস্ট 2022।
IBPS PO salary বা বেতন কতো?
IBPS PO salary বা প্রাথমিক বেতন হচ্ছে 36,000 টাকা।
IBPS PO Vacancy বা শূন্যপদ সংখ্যা কটি?
IBPS PO Vacancy বা শূন্যপদ সংখ্যা হচ্ছে 6432 টি (সব ব্যাংক মিলিয়ে)।