পশ্চিমবঙ্গের জেলার সাব ডিভিশনাল অফিস তথা SDO অফিসের তরফে কো আর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। এখানে চাকরি প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | জেলা সাব ডিভিশন অফিস |
পদের নাম | ব্লক প্রোগ্রাম আর্ডিনেটর |
শিক্ষাগত যোগ্যতা | গ্ৰাজুয়েশন পাস |
মোট শূন্য পদ | উল্লেখ নেই |
আবেদন শেষ তারিখ | 23.08.2022 |
স্থান | কালিম্পং, পশ্চিমবঙ্গ |
কালিম্পং জেলায় অঙ্গনওয়াড়ি প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ ২০২২ | ICDS Recruitment 2022 Kalimpong
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ব্লক প্রোগ্রাম আর্ডিনেটর।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুয়েশন পাস। এখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন OBC ক্যাটাগরি চাকরি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন এবং SC/ST ক্যাটাগরি চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি | ICDS Recruitment 2022 Apply Process

যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~ To The Member Secretary.BPC Selection Committee.Office of the Sub-Divisional Officer, Sadar Kalimpong, P-O. Kalimpong, Dist- Kalimpong, West Bengal, Pln-734301
আবেদনের শেষ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শেষ হবে 23.08.2022 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি | ICDS Recruitment 2022 Selection Process
এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | ICDS Recruitment 2022 Dates & Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ তারিখ | 23.08.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
1 thought on “SDO অফিসে অঙ্গনওয়াড়ি প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ ২০২২ | ICDS Recruitment 2022 Kalimpong”