ICDS Recruitment 2022: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, যোগ্যতা, আবেদন ফর্ম, শেষ তারিখ

ICDS Recruitment 2022: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে lCDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, কাজের ধরন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।

নিয়োগ সংস্থাICDS
পদের নামসঙ্ঘ ও মহাসংঘ
শিক্ষাগত যোগ্যতানুন্যতম উচ্চমাধ্যমিক পাস
মোট শূন্যপদ
স্থান পশ্চিম বর্ধমান

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ পশ্চিম বর্ধমান | ICDS Recruitment 2022 Paschim Bardhaman

পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – lCDS অঙ্গনওয়ারী কাজের জন্য সঙ্ঘ ও মহাসংঘ দলে সদস্য (SELF- HELP GROUP)

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের নূন্যতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

কাজের ধরন ~ যে সমস্ত আবেদনকারীরা এখানে চাকরি পাবেন তাদের নিজস্ব এলাকায় অঙ্গনওয়ারী সেন্টারে সঙ্ঘ ও মহাসংঘ সদস্য হিসাবে পুষ্টি করে খাদ্য পরিবেশন করতে হবে।

নিয়োগ সংস্থা ~ District Mission Management Unit & District Rural Development Cell

নিয়োগ স্থান ~ পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের আওয়তায় একাধিক অঙ্গনওয়ারী সেন্টারে নিয়োগ করা হব।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ আবেদন পদ্ধতি | ICDS Recruitment 2022 Apply Process

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ তে চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আবেদন ফর্ম টি সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নিচে দেওয়া ঠিকানা আবেদনপত্র টি জমা দিতে হবে। এখানে আবেদনকারীদের উক্ত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।

অঙ্গনওয়াড়ি আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা ~ এখানে চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি নির্ধারিত তারিখে মধ্যে বর্ধমান জেলার আসানসোল মহকুমা অফিসে জমা করতে হবে।

আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ আবেদনকারীরা 18.08.2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদ্ধতি ২০২২ | ICDS Recruitment 2022 Selection Process

এখানে আবেদন করতে হলে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত08.08.2022
আবেদন শুরু08.08.2022
আবেদন শেষ তারিখ18.08.2022
অফিশিয়াল নোটিস/আবেদন পত্রDownload PDF
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment