ICF Junior Clerk & Technician Recruitment 2023: রেল মন্ত্রকের অধীনে Integral Coach Factory (ICF)-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জুনিয়র ক্লার্ক ও টেকনিশিয়ান গ্রেড III পদে নিয়োগ করা হবে। এখানে সমস্ত ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। ICF Junior Clerk & Technician Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Integral Coach Factory (ICF), Chennai |
---|---|
পদের নাম | জুনিয়র ক্লার্ক ও টেকনিশিয়ান গ্রেড III (Group-C) |
মোট শূন্যপদ | ০২ টি |
বেতন (₹) | ১৯,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | pb.icf.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ICF-তে জুনিয়র ক্লার্ক ও টেকনিশিয়ান নিয়োগ ২০২৩ (ICF Junior Clerk & Technician Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে রেল মন্ত্রকের অধীনে সবারি ডিব্বা ফ্যাক্টরিতে Group-C এর Level-2 এর জুনিয়র ক্লার্ক (Junior Clerk) ও টেকনিশিয়ান (Technician Grade III) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (ICF Junior Clerk & Technician Vacancy 2023)
এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে। Junior Clerk – ১ টি শূন্যপদ এবং Technician Grade III – ১ টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Junior Clerk: যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ উচ্চ মধ্যামিক পাস করতে হবে। SC/ST এবং Ex-Serviceman দের ক্ষেত্রে ৫০% নম্বরের প্রয়োজন নেই। জুনিয়র ক্লার্ক হিসাবে নির্বাচিত ব্যক্তিদের অর্জন করতে হবে ইংরেজিতে 30 w.p.m বা 25 w.p.m টাইপরাইটিংয়ে দক্ষতা নিয়োগের তারিখ থেকে দুই বছরের মধ্যে হিন্দি এবং তাদের নিয়োগ অধিগ্রহণ সাপেক্ষে অস্থায়ী হবে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত টাইপিং যোগ্যতা।
Technician Grade III: কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা তার সমমানের পাসএবং প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই বা অ্যাক্ট শিক্ষানবিশ থাকা প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বয়স ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বেতন (Salary)
ICF Junior Clerk & Technician Recruitment 2023-তে উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে ১৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (How To Apply)
ICF Junior Clerk & Technician Recruitment 2023-তে অনলাইন আবেদন করার সুবিধা না থাকায় পর্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখনে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড পড়ে দেখতে হবে। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় অডিনারি পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৫০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/Ex-Serviceman/PwBD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা আবেদন মূল্য প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আগামী ৬এই মার্চ ২০২৩ বিকেল ৪ টা পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিনটি পর্যায়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীদের পরে ডকুমেন্ট ভেফিফিকান এবং ব্যবহারিক প্রদর্শন এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০২.২০২৩ |
আবেদন শুরু | ০৫.০২.২০২৩ |
আবেদন শেষ | ০৬.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞতি: Download PDF
- আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরও পড়ুন ~
- মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৩ – মোট ৪০৮৮৯ টি শূন্যপদ
- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ – মোট ২৮২৬টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
অনান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |