ICICI Bank Data Entry Operator Recruitment 2022: পশ্চিমবঙ্গে ICICI ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে মোট 112 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | ICICI Bank |
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর (DEO) |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
মোট শূন্যপদ | 112 টি |
আবেদনের শেষ তারিখ | 13.08.2022 |
স্থান | পশ্চিমবঙ্গ |

ICICI ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2022 (ICICI Bank Data Entry Operator Recruitment 2022)
পদের নাম ~ এখানে ব্যাক অফিস কার্যক্রমের জন্য ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক। এছাড়া কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন।
বয়স সীমা ~ ICICI Bank Data Entry Operator Recruitment 2022 এর বয়স সীমা রয়েছে 18 বছর থেকে 26 বছর বয়স পর্যন্ত।
শূন্যপদ ~ এখানে মোট 112 টি শূন্যপদ রয়েছে।
বেতন ~ এখানে পার্থীকে প্রতিমাসে 14,500 টাকা থেকে 22,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরির সুবিধা ~ বেতন + PF + ESI + ইনসেনটিভ
আবেদন পদ্ধতি (ICICI Bank Data Entry Operator Recruitment 2022 Apply Online)
ICICI Bank Data Entry Operator Recruitment 2022 বিজ্ঞপ্তিটি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে (ncs.gov.in) প্রকাশিত হয়েছে। অর্থাৎ আগ্রহী পার্থী ncs.gov.in থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন। আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে –
- প্রথমে ncs.gov.in ওয়েবসাইটটি খুলুন
- এরপর লগইন বা রেজিষ্টার করুন
- এরপর এই চাকরির বিজ্ঞপ্তিটি সার্চ করুন (Job ID: 17T56-2229163003439J)
- ডানদিকে Apply লেখাতে ক্লিক করুন
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন
আবেদের শেষ তারিখ ~ 13 আগস্ট 2022 এর আগে এখানে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (ICICI Bank Data Entry Operator Recruitment 2022 Selection Process)
এখানে কোনোরকম লিখিত পরীক্ষা দেবার প্রয়োজন জন। সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ তারিখ বা এই চাকরি সম্পর্কিত আরও তথ্য পেতে NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে এই চাকরির বিবরণে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 01.07.2022 |
আবেদন শুরু | 01.07.2022 |
আবেদন শেষ | 13.08.2022 |
অফিসিয়াল নোটিস | Click Here |
আবেদন লিঙ্ক | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- IBPS ক্লার্ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022, 6035 টি শূন্যপদ
- অষ্টম শ্রেণী পাসে সাস্থ্য পরিবহন ভবনে নিয়োগ 2022
1 thought on “ICICI ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, 112 টি শূন্যপদ | ICICI Bank Data Entry Operator Recruitment 2022”