ICICI Bank Personal Loan : অনেকেই হয়তো ভাবছেন একটা বড়ো ব্যবসা শুরু করবেন অর্থাৎ অনেক টাকা ইনভেস্ট করতে হবে। লোন ছাড়া কিন্তু আপনার কোনো উপায় নেই। ICICI ব্যাংকের মাধ্যমে আপনি লাখ টাকা লোন নিতে পারে। কিভাবে লোনের জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস জমা করতে হবে, কত শতাংশ সুদ লাগবে এককথায় সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
ICICI ব্যাঙ্ক লোনের বিষয়ে বিস্তারিত
ICICI ব্যাংকের প্রতিবছরে সুদের হার ১০.৫০% থেকে ১৯.০০% পর্যন্ত। এই ব্যাংকের মাধ্যমে আপনি সর্বনিন্ম ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই ব্যাংকে লোন পরিশোধের সময়সীমা এক বছর থেকে সর্বোচ্চ ৬ বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে। কোনো কারণে লোন ক্যানসেল করলে আপনাকে ৩ হাজার টাকা পেমেন্ট দিতে হবে।
আপনার পার্সোনাল যেকোনো কাজের জন্য আপনি সর্বনিন্ম ৫০ হাজার টাকা থেকে লোন নিতে পারবেন। আপনি চাইলে যেকোনো ব্যাঙ্ক থেকে ICICI ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব কম সুদের হারে। আপনার ICICI ব্যাংকে বই থাকলে অর্থাৎ যদি আপনি এই ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে লোন পেয়ে যাবেন।
ICICI ব্যাংকে পার্সোনাল লোনের নিতে কি যোগ্যতা লাগবে

- আবেদনকারীর বয়স সর্বনিন্ম ২৩ বছরের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে।
- অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।
- যারা ভারতীয় নাগরিক নয়, তাঁদের ভারতে কমপক্ষে ১ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা লাগবে।
- আবেদনকারীর প্রতিমাসে বেতন সর্বনিন্ম ৩০ হাজার টাকার মধ্যে হতে হবে।
ICICI ব্যাংকে লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- ব্যাঙ্ক একাউন্ট স্টেটমেন্ট
- পরিচয় পত্র হিসেবে – ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স
- পাসপোর্ট সাইজ ফটো
- সেলারি ও ইনকাম ক্রেডিট
- তিন মাসের স্যালারি স্লিপ
*** যারা কোনো চাকরি করেন না তাঁদের ক্ষেত্রে :-
- KYC ডকুমেন্টস – পরিচয় প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট
- ইনকাম প্রমান
- ব্যাঙ্ক স্টেটমেন্ট
- ব্যাবসার প্রমান হিসেবে একটি ডকুমেন্টস
ICICI ব্যাংকে লোন আবেদনের পদ্ধতি – অফলাইন / অনলাইন
১) প্রথমত ICICI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে – www.icicibank.com
২) হোম পেজেই পার্সোনাল লোন নামে একটি অপশন পাবেন। সেখানে Apply Now এ ক্লিক করুন।
৩) Apply Now এ ক্লিক করলেই আবেদন ফর্ম দেখতে পাবেন। সেই আবেদন ফর্মে আপনার মোবাইল নম্বর, ইমেইল এবং আরও সমস্ত প্রয়োজনীয় তথ্য লিখবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবেন।
৪) ফর্ম ফিলাপ হয়ে গেলে মোবাইল নম্বর এর পাশের অপশনে ক্লিক করলেই আপনার নম্বর এ একটি OTP আসবে সেটি সঠিক জায়গায় লিখুন।
৫) সম্পূর্ণ আবেদন ফর্মটি ভালোভাবে দেখে নিয়ে ফাইনাল সাবমিট করুন।
৬) আপনার আবেদন গ্রহণ হয়ে গেলেই ব্যাংকের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে।
অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন
ICICI ব্যাংকে অফলাইনের মাধ্যমে লোন আবেদন করার জন্য আপনাকে আপনার পার্শবর্তী ICICI ব্যাংকে যেতে হবে, সেখানে গেলেই ম্যানেজার আপনাকে সমস্ত ডিটেইলস বলে দেবে। কিভাবে আবেদন করবে যাবতীয় সব কিছু।