উচ্চমাধ্যমিক পাসে ICICI ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ করা হচ্ছে, বেতন ১৪ থেকে ২৫ হাজার টাকা

ICICI Bank Job Vacancy 2023: যে সকল চাকরিপ্রার্থী ICICI ব্যাংকের ব্রাঞ্চে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ২৫ টি শূন্যপদে Relationship Manager পদে নিয়োগ করানো হবে। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাAWINMO INDIA MARKETING PRIVATE LIMITED
পদের নামRelationship Manager
মোট শূন্যপদ২৫ টি
বেতন (₹)১৪,৫০০/- থেকে ২৫,০০০/-
চাকরির ধরনপ্রাইভেট
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটncs.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ICICI ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে ICICI ব্যাঙ্কে Relationship Manager পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS)-তে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২৫ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া প্রার্থীরা আরো উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ৩৬ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৪,৫০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Relationship Manager পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS) পোর্টালে গিয়ে Apply Now অপশনে ক্লিক করলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে আবেদন সম্পন্ন হবে। প্রার্থীদের আবেদন করার কিছু দিন পরে ইমেইলের মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

NCS-তে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ২০ জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৭.২০২৩
আবেদন শুরু১২.০৭.২০২৩
আবেদন শেষ২০.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: ncs.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

1 thought on “উচ্চমাধ্যমিক পাসে ICICI ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ করা হচ্ছে, বেতন ১৪ থেকে ২৫ হাজার টাকা”

Leave a Comment