IDBI Bank Job Vacancy 2023: ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক IDBI ব্যাংক এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৬০০ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। IDBI Bank Assistant Manager Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নীচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে
নিয়োগ সংস্থা | IDBI Bank |
---|---|
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
মোট শূন্যপদ | ৬০০ টি |
বেতন (₹) | ৩৬,০০০ – ৬৩,৮৪০/- |
চাকরির ধরন | ব্যাংকের চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.idbibank.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
IDBI ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ ২০২৩ (IDBI Bank Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে IDBI ব্যাংক এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (IDBI Bank Job Vacancy 2023)
এখানে সব মিলিয়ে মোট ৬০০টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
শ্রেণী | শূন্যপদের সংখ্যা | PWD | শূন্যপদের সংখ্যা |
---|---|---|---|
UR | ২৪৪ টি | VI | ০৮ টি |
SC | ১৯০ টি | HI | ০৮ টি |
ST | ১৭ টি | OH | ০৮ টি |
OBC | ৮৯ টি | MD/ID | ০৮ টি |
EWS | ৬০ টি | – | – |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
IDBI Bank Assistant Manager Recruitment 2023-তে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
IDBI Bank Job Vacancy 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থার এর ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
IDBI Bank Assistant Manager Recruitment 2023-তে নির্বাচিত পর্থীদের প্রতিমাসে ৩৬,০০০ টাকা থেকে শুরু করে ৬৩,৮৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (IDBI Bank Assistant Manager Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কে প্রথমে আইডিআইবি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in-তে যেতে হবে অথবা নিচের দেওয়া আবেদন লিংকে ক্লিক করতে হবে। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

- নিচে আবেদন লিঙ্কে ক্লিক করুন। (যদি মোবাইলের মাধ্যমে করছেন তাহলে ফোনটি ল্যান্ডস্কেপ করুন, নয়তো সাইটটি খুলবে না)
- সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন।
- এসএমএস এর মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটিকে সংরক্ষিত করে রাখুন।
- ‘COMPLETE REGISTRATION’-তে ক্লিক করার পর আর তথ্য পরিবর্তন করতে পারবেন না। তাই ভালোকরে আবেদন পত্র পূরণ করবেন।
- অনলাইন আবেদনপত্র পূরণ করে Save & Next-তে ক্লিক করুন।
- ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- এরপর Privew Tab তে ক্লিক করে সমস্ত তথ্য যাচাই করে দেখুন।
- সমস্ত তথ্য সঠিক থাকলে ‘COMPLETE REGISTRATION’-তে ক্লিক করুন।
- এরপর ‘Payment’ ট্যাব তে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করুন।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য (Application Fee)
IDBI ব্যাংকে নিয়োগ ২০২৩-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য ১০০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD পর্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা আবেদন মূল্য প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ (IDBI Assistant Manager Recruitment 2023 Last Date)
আগ্রহী ও যোগ্য পর্থীরা এখানে আগামী ২৮এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
IDBI Bank Assistant Manager Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনালিটি টেস্ট এবং মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | ১৭.০২.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |