IIEST Assistant Project Engineer Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষ থেকে Assistant Project Engineer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Indian Institute of Engineering Science and Technology (IIEST) |
---|---|
পদের নাম | Assistant Project Engineer |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৩০,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | হাওড়া, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | iiests.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
হাওড়ার IIEST-তে নিয়োগ ২০২৩
পদের নাম
হাওড়া জেলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) এর পক্ষ থেকে Assistant Project Engineer পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/ B.Tech কমপ্লিট করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদা ভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সঙ্গে নিয়ে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
ইন্টারভিউ স্থান
Department of Civil Engineering, IIEST, Shibpur, Howrah – 711103
ইন্টারভিউ তারিখ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৭.০৮.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০৭.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: iiests.ac.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here