IIT Kharagpur Recruitment 2022: খড়গপুর IIT তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, বেতন 25,000 থেকে 31,000 টাকা

IIT Kharagpur Recruitment 2022: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Junior Research Fellowship এবং Junior Project Assistant পদে নিয়োগ করা হবে। সারা ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্ধা এখানে আবেদন করতে পারবে। চাকরির বিজ্ঞপ্তিটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য। আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাIIT Kharagpur
পদের নামJunior Research Fellowship এবং Junior Project Assistant
মোট শূন্যপদ3 টি
বেতন25,000 – 31,000/-
আবেদন মোডঅনলাইন
স্থানখড়গপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটiitkgp.ac.in

বিষয় সূচী ~

খড়গপুর IIT তে নিয়োগ ২০২২ | IIT Kharagpur Recruitment 2022

পদের নাম | Post Name

খড়গপুর IIT তে যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো – ১) Junior Research Fellowship এবং ২) Junior Project Assistant.

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

IIT Kharagpur Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech, ME/M.Tech করা থাকতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো।

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Junior Research FellowshipBE/ B.Tech, ME/ M.Tech in Electrical Engineering
Junior Project AssistantBE/ B.Tech, ME/ M.Tech in Materials, Metallurgy, Chemical, Mechanical

বয়সসীমা | Age Limit

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 28 বছর। বয়স ছাড়ের সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

মোট শূন্যপদ | Total Vacancy

এখানে Junior Research Fellowship পদের জন্য 2 টি শূন্যপদ এবং Junior Project Assistant পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

বেতন | Salary

পদের নামবেতন
Junior Research FellowshipRs. 31,000/-
Junior Project AssistantRs. 25,000/-

আবেদন পদ্ধতি | IIT Kharagpur Recruitment 2022 Apply Online

IIT Kharagpur তে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিস টি দেখুন। যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে iitkgp.ac.in ওয়েবসাইট যেতে হবে। তারপর অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে এবং যদি আবেদন মূল্য প্রয়োজন হয় তাহলে আবেদন মূল্য প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র | Required Documents

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র।
  • জন্ম এবং বয়সের প্রমাণপত্র।
  •  পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।

আবেদন মূল্য | Application Fee

পুরুষ চাকরি প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

আবেদনের শেষ তারিখ | IIT Kharagpur Recruitment 2022 Application Last Date

আগ্রহী পার্থী এখানে আগামী 30 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | IIT Kharagpur Recruitment 2022 Selection Process

IIT Kharagpur Recruitment 2022 তে Junior Research Fellowship এবং Junior Project Assistant পদে আবেদনকারী পর্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু11.09.2022
আবেদন শেষ30.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস: Click Here
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

IIT Kharagpur Recruitment 2022 সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

IIT Kharagpur Recruitment 2022

IIT Kharagpur Recruitment 2022 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

IIT Kharagpur Recruitment 2022 তে Junior Research Fellowship এবং Junior Project Assistant পদে নিয়োগ করা হচ্ছে।

IIT Kharagpur Recruitment 2022 তে আবেদন শুরু কত তারিখ?

IIT Kharagpur Recruitment 2022 তে আবেদন শুরু 11 সেপ্টেম্বর 2022.

IIT খড়গপুর তে Junior Research Fellowship এবং Junior Project Assistant পদে আবেদের শেষ তারিখ কত?

IIT খড়গপুর তে Junior Research Fellowship এবং Junior Project Assistant পদে আবেদের শেষ তারিখ হলো 30 সেপ্টেম্বর 2022.

IIT খড়গপুর তে Junior Research Fellowship পদে বেতন কতো ?

IIT খড়গপুর তে Junior Research Fellowship পদের বেতন হলো 31,000 টাকা প্রতিমাসে।

IIT খড়গপুর তেJunior Project Assistant পদে বেতন কতো ?

IIT খড়গপুর তেJunior Project Assistant পদে বেতন হলো 25,000 টাকা প্রতিমাসে।

IIT Kharagpur Recruitment 2022 সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ ❤️

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment