IIT খড়গপুরে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২১ হাজার থেকে শুরু

IIT Kharagpur Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পক্ষ থেকে Senior Library Information Assistant, Junior Engineer সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৫৩ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIIT Kharagpur
পদের নামSenior Library Information Assistant, Junior Engineer
মোট শূন্যপদ১৫৩ টি
বেতন (₹)২১,৭০০ – ১,১২,৪০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানখড়গপুর
ওয়েবসাইটerp.iitkgp.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

IIT খড়গপুরে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি নিচে তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Junior Executive
  • Junior Accounts Officer
  • Junior Technical Superintendent
  • Junior Engineer (Civil/Electrical/Tel/RAC/WW/SS/CWISS/HORT)/ Junior Architect
  • Medical Laboratory Technician
  • Staff Nurse
  • Senior Library Information Assistant
  • Physical Training Instructor
  • Assistant Secretary Officer Gr.-II
  • Junior Assistant
  • Junior Technician/Junior Laboratory Assistant
  • Security Inspector
  • Driver Grade- II

মোট শূন্যপদ (Total Vacancy)

IIT এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৫৩ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Junior Executive১৯ টি
Junior Accounts Officer০৫ টি
Junior Technical Superintendent৩০ টি
Junior Engineer (Civil/Electrical/Tel/RAC/WW/SS/CWISS/HORT)/ Junior Architect২২ টি
Medical Laboratory Technician০১ টি
Staff Nurse১২ টি
Senior Library Information Assistant০২ টি
Physical Training Instructor০৫ টি
Assistant Security Officer Gr.II০৩ টি
Junior Assistant২০ টি
Junior Technician/ Junior Laboratory Assistant২৩ টি
Security Inspector০৫ টি
Driver Grade -II০৬ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Junior Engineer পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Bachelor of Engineering/Architecture ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ০১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। Junior Technical Superintendent পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Diploma in Engineering ডিগ্ৰি কমপ্লিট করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ০১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আরো বাকি পদে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো ভাবে দেখে নিবেন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ৩০ বছর এর মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের ২১,৭০০ থেকে ১,১২,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Junior Executive৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Junior Accounts Officer৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Junior Technical Superintendent৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Junior Engineer (Civil/ Electrical/Tel/RAC/WW/SS/CWISS/HORT)/ Junior Architect৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Medical Laboratory Technician৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Staff Nurse৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Senior Library Information Assistant৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Physical Training Instructor৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Assistant Security Officer Gr.II৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/-
Junior Assistant২১,৭০০/- থেকে ৬৯,১০০/-
Junior Technical/ Junior Laboratory Assistant২১,৭০০/- থেকে ৬৯,১০০/-
Security Inspector২১,৭০০/- থেকে ৬৯,১০০/-
Driver Grade -II২১,৭০০/- থেকে ৬৯,১০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

IIT Kharagpur Recruitment 2023

IIT তে Junior Engineer, Junior Technical Superintendent সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে erp.iitkgp.ac.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে এছাড়াও প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হওয়ার পর শংসাপত্রটি নিজে দের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

IIT Khargpur এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০৫ জুলাই ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.০৬.২০২৩
আবেদন শুরু০৯.০৬.২০২৩
আবেদন শেষ০৫.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment