Kolkata Police Preliminary Exam 2023 GK Mock Test Set-5: প্ৰিয় পরীক্ষার্থীরা, প্রায় দুইমাস পরেই রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা। আপনাদের সুবিধার্থে যেই Set Wise Quiz ( Mock Test ) শুরু করেছি তার SET – 4 নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করবো। আজকের এই SET – এ মোট ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে যেই প্রশ্ন গুলি আগামী কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। আজকের এই প্রশ্ন গুলি বিগত বছরের প্রশ্ন থেকে এবং বিভিন্ন বই থেকে বাছাই করা।

QUIZ – এর নিয়মাবলী :
- মোট ২০ টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রশ্নের ৪ টি করে অপশন উল্লেখ আছে। সঠিক অপশন এর পাশে ON/OFF চিহ্নটিতে ক্লিক করবেন।
- ২০ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে সব শেষে FINISH অপশনে ক্লিক করবেন।
- FINISH অপসনে ক্লিক করলেই আপনি আপনার কুইজের রেজাল্ট দেখতে পাবেন।
#1. নিন্মের কোন টিকে কোষের আত্মঘাতি থলি বলা হয় ?
#2. নিন্মের কোন রোগটি ব্যাকটেরিয়ার সংক্রমনে হয় ?
#3. সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে ?
#4. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?
#5. মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
#6. বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন ?
#7. নিউমোনিয়া রোগের শরীরে কোন অংশ আক্রান্ত হয় ?
#8. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশ কে ?
#9. গান্ধীজী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন ?
#10. ভারতের কোন রাজ্যে ভুট্টা উৎপাদনে প্রথম ?
#11. সৌরজগতের কোন গ্রহ ঘড়ির কাটার অভিমুখে আবর্তিত হয় ?
#12. বিখ্যাত টেনিস ষ্টার রজার ফেডেরার কোন দেশের নাগরিক ?
#13. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ১৯১৯ সালের কোন তারিখে হয় ?
#14. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
#15. কোন গ্যাস কে মার্ক গ্যাস বলা হয় ?
#16. কোন সালে দিল্লিতে জুম্মা মসজিদ নির্মিত হয় ?
#17. প্রথম কোথায় ফিফা বিশ্বকাপের আসর বসেছিল ?
#18. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
#19. SAARC এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
#20. ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম আসেন ?
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
চাকরির খবর | Click Here |