কলকাতা পুলিশ পরীক্ষা ২০২৩ জিকে প্রশ্ন ও উত্তর (Set – 3)| Important MCQ For Kolkata Police constable Preliminary Exam 2023

Important MCQ For Kolkata Police constable Preliminary Exam 2023 Set-3: প্ৰিয় পরীক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে মোট ২০ টি কমনযোগ্য জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। যেই প্রশ্ন গুলো বিভিন্ন বই থেকে বাছাই করা এবং বিগত বছরের প্রশ্ন থেকে বাছাই করা। আগামী কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার জন্য আজকের প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রশ্ন গুলো সুন্দর ভাবে কুইজ আকারে প্রকাশ করা হয়েছে। আপনারা যাঁরা কলকাতা পুলিশ অথবা আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি করছেন তাঁরা আজকের এই কুইজে অবশ্যই অংশগ্রহণ করুন।

Important MCQ For Kolkata Police constable Preliminary Exam 2023 Set-3

#1. ভূতাপ শক্তি উৎপাদনে সর্বাপেক্ষা অগ্রণী দেশ হল কোনটি ?

#2. ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি ?

#3. প্রাকৃতিক গ্যাস কোন ধরনের শক্তি ?

#4. নিম্নের কোনটি ভারতে অবস্থিত শীতল মরুভূমি ?

#5. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?

#6. জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

#7. বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান গুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?

#8. নিচের কোনটিকে মেগা বায়োডাইভারসিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ?

#9. বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তর কোনটি ?

#10. '' ওজোন হোল '' এর নামকরণ করেছেন কে ?

#11. জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীর কোন দেশ সবচেয়ে কি ?

#12. বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ?

#13. পারমাণবিক শক্তি উৎপাদনে কোন পদার্থটি ব্যবহার করা হয় ?

#14. ভারতের প্রথম কোথায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ?

#15. ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

#16. জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো কোনটি ?

#17. ' Fall of Sparrow' বইটির রচয়িতা কে ?

#18. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

#19. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঘ সংরক্ষণ রয়েছে ?

#20. ভারতে বর্তমানে চালু ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Kolkata Police Important GK Questions & Answers PDF & Free Mock Test এর মত প্রতিদিন বিনামূল্যে জিকে মক টেস্ট এর জন্য আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment