Indian Bank Job Vacancy 2023: ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক Indian Bank এর তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন ব্যাংক স্টাফের পদে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা যদি ব্যাংকে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। India Bank Job Vacancy 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নীচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি | India Bank |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ২০৩টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | Bank Jobs |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | indianbank.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্ডিয়ান ব্যাংকে নিয়োগ ২০২৩ (Indian Bank Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে ইন্ডিয়া ব্যাংক থেকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Financial Analyst (Credit Officer)
- Risk Officer
- IT/Computer Officer
- Information Security
- Marketing Officer
- Treasury Officer (Dealer for Treasury)
- Forex Officer
- Industry Development Officer
- HR Officers
মোট শূন্যপদ (Total Vacancy)
India Bank Job Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ২০৩ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Financial Analyst (Credit Officer) | ৬০ টি |
Risk Officer | ১৫ টি |
IT/Computer Officer | ২৩ টি |
Information Security | ০৭ টি |
Marketing Officer | ১৩ টি |
Treasury Officer (Dealer for Treasury) | ২০ টি |
Forex Officer | ১০ টি |
Industry Development Officer | ৫০ টি |
HR Officers | ০৫ টি |
মোট শূন্যপদ | ২০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
India Bank Job Vacancy 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কিছু পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক করা থাকতে হবে আবার কিছু পদের ক্ষেত্রে আরো উচ্চ শিক্ষার প্রয়োজন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Age Limit)
India Bank Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোন তথ্য উল্লেখ নেই। বিস্তারিত জানতে indianbank.in ওয়েবসাইটের Careers পেজতে নজর রাখুন।
বেতন (Salary)
Indian Bank-এর বিভিন্ন পদের বেতনের কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Online)
আবেদন শুরু হবার পর আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখনে আবেদনকরার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-তে যেতে হবে তারপর অনলাইন ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৮৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত আসনের জন্য ১৭৫ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
শর্ট নোটিশ প্রকাশিত | ০৩.০২.২০২৩ |
আবেদন শুরু | শীঘ্রই জানানো হবে |
আবেদন শেষ | শীঘ্রই জানানো হবে |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- শর্ট নোটিশ: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
আমার নাম অর্ঘ্য বোসে।
আমি ২০১২তে জর্জ টেলিগ্রাফ থেকে কম্পিউটারের ওপর অফিস ইন্টারনেট করেছি। তারপর ২০১৭তে ইনস্টিটিউট অফ হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট থেকে BBA করেছি। এবং ২০১৮তে নরেন্দ্রপুর কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে ট্যালি করেছি