India Post Recruitment 2022: পশ্চিমবঙ্গের ভারতীয় ডাক বিভাগে রিজিয়নে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে চাকরি প্রার্থীদের কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | India Post |
পদের নাম | কার ড্রাইভার |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 16 টি |
আবেদন শেষ তারিখ | 12.08.2022 |
স্থান | সারা ভারত |
ভারতীয় ডাক বিভাগে কার ড্রাইভার (গ্রুপ-সি) পদে নিয়োগ
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – কার ড্রাইভার।(Car Driver)
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।ভারী এবং হালকা গাড়ী চালানোর দক্ষতা থাকতে হবে এবং চাকরি প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের মোটর মোকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স 56 বছরের মধ্যে হতে হবে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি | Apply Process
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে দেওয়া ডকুমেন্টস গুলো যুক্ত করে এবং উল্লেখিত ঠিকানা নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্রে উপরে লিখিতে হবে চাকরি প্রার্থীরা যে পদে আবেদন করছেন।

আবেদনপত্রে সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
- ড্রাইভিং লাইসেন্স।
- Vigilance clearance certificate.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ The Senior Manager(JAG),Mail Motor Service, No-37 Greams Road Cnennal-600006.
আবেদন শেষ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শেষ হবে 12.08.2022 তারিখ।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 13.07.2022 |
আবেদন শুরু | 13.07.2022 |
আবেদন শেষ তারিখ | 12.08.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
Hi sir / mam. Good morning. Have a good day.