India Post GDS Recruitment 2023: মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ – ৪০৮৮৯ টি শূন্যপদ

India Post GDS Recruitment 2023 Notification: ইন্ডিয়া পোস্ট এর তরফ থেকে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মোট ৪০৮৮৯ টি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২৭ এই জানুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। India Post GDS Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndia Post
পদের নামগ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ৪০৮৮৯ টি
বেতন (₹)১০,০০০ – ২৯,৩৮০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটindiapost.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ (India Post GDS Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ইন্ডিয়া পোস্ট-তে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (India Post GDS Total Vacancy 2023)

India Post GDS Vacancy 2023-তে সারা ভারত জুটে মোট ৪০৮৮৯ টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গে মোট ২১২৭ টি শূন্যপদ রয়েছে।

চাকরির স্থানশূন্যপদের সংখ্যা
অন্ধ্র প্রদেশ2480
আসাম355
আসাম36
আসাম16
বিহার1461
ছত্তিশগড়1593
দিল্লী46
গুজরাট2017
হরিয়ানা354
এইচপি603
J&K300
ঝাড়খণ্ড1590
কর্ণাটক3036
কেরালা2462
এমপি1841
মহারাষ্ট্র94
মহারাষ্ট্র2414
উত্তর পূর্ব201
উত্তর পূর্ব395
উত্তর পূর্ব209
উত্তর পূর্ব118
ওড়িশা1382
পাঞ্জাব6
পাঞ্জাব760
রাজস্থান1684
টিএন3167
তেলেঙ্গানা1266
ইউপি7987
উত্তরাখণ্ড889
পশ্চিমবঙ্গ (Bengali)2001
পশ্চিমবঙ্গ (Hindi/English)29
পশ্চিমবঙ্গ (Nepali)54
পশ্চিমবঙ্গ (Nepali/Bengali)19
পশ্চিমবঙ্গ (Nepali/English)24

শিক্ষাগত যোগ্যতা (India Post GDS Qualification 2023)

India Post GDS Recruitment 2023 তে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে গণিত এবং ইংরেজি বিষয়সহ মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়া এখানে আবেদন করার জন্য কম্পিউটারের সাধারণ ধারণা, সাইকেল চালানোর অভিজ্ঞতা এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকা প্রয়োজন।

বয়সসীমা (India Post GDS Recruitment 2023 Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (GDS Salary 2023)

বিভাগবেতন (₹)
BPM১২,০০০/- – ২৯,৩৮০/-
ABPM/Dak Sevak১০,০০০/- – ২৪,৪৭০/-

আবেদন পদ্ধতি (India Post GDS Recruitment 2023 Apply Online)

আগ্রহী ও যোগ্য পার্থী India Post GDS এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য www.indiapostgdsonline.in ওয়েবসাইটে যেতে হবে। এখানে আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

India Post GDS Recruitment 2023
  • প্রথমে indiapostgdsonline.in ওয়েবসাইটে যান।
  • অথব নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর রেজিষ্টেশন ট্যাব-তে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন সম্পন্ন করুন।
  • রেজিষ্টেশন সম্পন্ন হলে লগইন করুন।
  • এরপর অনলাইন আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করুন।
  • আবেদন সাবমিট করার পূরণ করা আবেদন ফর্ম যাচাই করুন।
  • এরপর এক বা একাধিক GDS পদ নির্বাচন করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য প্রিন্ট করে রাখুন।

এখানে আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Aoplication Fee)

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ ST/ PwD পর্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date)

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩-তে আগামী ১৬এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাধ্যমিক এর প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে পার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.০১.২০২৩
আবেদন শুরু২৭.০১.২০২৩
আবেদন শেষ১৬.০২.২০২৩
আবেদনপত্র সংশোধন১৭ থাকে ১৯.০২.২০২৩
ফলাফল৩য়/ 8র্থ সপ্তাহ ফেব্রুয়ারি ২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Online
  • অফিসিয়াল ওয়েবসাইট: indiapost.gov.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

India Post GDS Vacancy 2023 – FAQ

India Post GDS Recruitment 2023-তে পশ্চিমবঙ্গে মোট কতগুলি শূন্যপদ আছে?

India Post GDS Recruitment 2023-তে পশ্চিমবঙ্গে মোট কতগুলি শূন্যপদ আছে ২১২৭টি শূন্যপদ আছে।

India Post GDS Vacancy 2023-তে কতো বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবো?

India Post GDS Vacancy 2023-তে ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবো।

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (GDS) তে আবেদন করার শেষ তারিখ কত?

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (GDS) তে আবেদন করার শেষ তারিখ হলো ১৬এই ফেব্রুয়ারি ২০২৩।

1 thought on “India Post GDS Recruitment 2023: মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ – ৪০৮৮৯ টি শূন্যপদ”

Leave a Comment