গ্রামীণ ডাক সেবক এর ফলাফল প্রকাশের ঘোষণা | India Post GDS result 2022 declared

India Post GDS result 2022 declared: ইন্ডিয়ান পোস্ট এ গ্রামীণ ডাক সেবক পদের জন্য যে পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশ এর ঘোষণা করা হয়েছে। গ্রামীণ ডাক সেবক (GDS) এর ফলাফলে মোট 1490 জন পার্থীকে যোগ্য বলে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

India Post বৃহস্পতিবার আসাম এবং উত্তরাখণ্ড সার্কেলের জন্য গ্রামীণ ডাক সেবক এর ফলাফল প্রকাশের ঘোষণা করেছে। আপনি যদি এই দুটি সার্কেলের মধ্যে এপ্লাই করে থাকেন তাহলে এখনি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে লগইন করে আপনি সিলেক্ট হয়েছেন কি না দেখতে পারেন। আপনি যদি সিলেক্ট হন তাহলে এর পর আপনাকে নিয়োগ পক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য যেতে হবে।

গ্রামীণ ডাক সেবক এর ফলপ্রকাশের বিজ্ঞপ্তি (India Post GDS result 2022 Notice)

বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে India Post GDS result 2022 তে মোট 1490 জন পার্থী সফল হয়েছে। জার মধ্যে আসাম সার্কেলের রয়েছে 1138 জন চাকরি পার্থী এবং উত্তরাখণ্ড সার্কেলের 352 জন পার্থী।

তালিকাভুক্ত পার্থীদের 30.06.2022 তারিখের আগে উল্লিখিত বিভাগীয় প্রধানের দ্বারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা উচিত। পার্থীদেরকে যাচাইয়ের জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যান্য সার্কেলের গ্রামীণ ডাক সেবক এর ফলাফল খুব শিঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন। এছাড়াও জানিয়েছেন অন্যান্য অঞ্চলের পরীক্ষার্থীরা যেন India Post এর অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা চালিয়ে যান।

India Post GDS result 2022 Chake Online

India Post GDS result 2022 কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন তা নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলো –

  • ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে জন (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)
  • আপনার রেজিষ্টার করা আইডিতে লগইন করুন
  • ‘শর্টলিস্টেড ক্যান্ডিডেট’ ট্যাবে ক্লিক করুন;’
  • আপনার অঞ্চল সিলেক্ট করুন
  • PDF ফাইল ডাউনলোড করুন
  • ওই ফাইলের মধ্যে নিজের ফলাফল খুঁজুন

অফিসিয়াল ওয়েবসাইট – indiapostgdsonline.gov.in

আরও পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment