আবারও মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ, ১২ হাজারের বেশি শূন্যপদ – জেনেনিন সম্পূর্ন তথ্য

India Post GDS Special Cycle Recruitment 2023: আবারও নতুন করে ইন্ডিয়ান পোস্ট এর পক্ষ থেকে মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির বিরাট সুযোগ। এর আগের বার যেসকল প্রার্থী আবেদন করতে পারেনি তাদের জন্য আরও একবার সূবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরিপ্রার্থী শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা GDS এর পদে আবেদন করতে পারবেন। এবারে সারা ভারত জুড়ে মোট ১২,৮২৮টি শূন্যপদ রয়েছে। কিভাবে আপনারা এখানে আবেদন করবেন? এবং কিভাবে প্রার্থী নির্বাচনী করা হবে? এই বিষয়ে বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndia Post
পদের নামগ্রামীণ ডাক সেবক
মোট শূন্যপদ১২,৮২৮ টি
বেতন (₹)১০,০০০ – ২৯,৩৮০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটindiapost.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ (India Post GDS Special Cycle Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে India Post এর পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচের তালিকায় উল্লেখ রয়েছে

  • Gramin Dak Sevak (Branch Postmaster)
  • Gramin Dak Sevak (Assistant Branch Postmaster)

মোট শূন্যপদ (India Post GDS Special Cycle Vacancy 2023)

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১২,৮২৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্য ভিত্তিক শূন্যপদের সংখ্যা জানতে নিচের ছকটি দেখুন।

বৃত্তের নামশূন্যপদের সংখ্যা
অন্ধ্র প্রদেশ১১৮ টি
আসাম১৫১ টি
বিহার৭৬ টি
ছত্তিশগড়৩৪২ টি
গুজরাট১১০ টি
হরিয়ানা৮ টি
হিমাচল প্রদেশ৩৭ টি
জম্মু ও কাশ্মীর৮৯ টি
ঝাড়খণ্ড১১২৫ টি
কর্ণাটক৪৮ টি
মধ্য প্রদেশ২৯৯২ টি
মহারাষ্ট্র৬২০ টি
উত্তর পূর্ব৪৩৮৪ টি
ওড়িশা৯৪৮ টি
পাঞ্জাব১৩ টি
রাজস্থান১৪০৮ টি
তামিলনাড়ু১৮ টি
তেলেঙ্গানা৯৬ টি
উত্তর প্রদেশ১৬০ টি
উত্তরাখণ্ড৪০ টি
পশ্চিমবঙ্গ৪৫ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স অবশ্যই ১১.০৬.২০২৩ তারিখ অনুসারে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেয়া হবে। বয়স ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বেতন (Salary)

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত প্রার্থীদের বেতনের পরিমাণ নিচে উল্লেখ করা হয়েছে –

পদের নামবেতন (₹)
গ্রামীণ ডাক সেবক (শাখা পোস্টমাস্টার)১২,০০০ – ২৯,৩৮০/-
গ্রামীণ ডাক সেবক (সহকারী শাখা পোস্টমাস্টার)১০,০০০ – ২৪,৪৭০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রতমে indiapostgdsonline.gov.in-তে যান অথবা, নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন। আপনি যদি প্রথমবার এখানে আবেদন করছেন তাহলে প্রথমে রেজিষ্টেশন করুন। রেজিষ্টেশন সম্পন্ন হলে লগইন করে অনলাইন আবেদনপত্রটি পূরণ করুন করে সাবমিট করুন। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই। প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে পারবে।

আবেদনের শেষ তারিখ (India Post GDS Special Cycle Last Date)

India Post GDS Special Cycle Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে আগামী ১১এই জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে প্রার্থী বাছাই করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

আবেদন শুরু২২.০৫.২০২৩
আবেদন শেষ১১.০৬.২০২৩
আবেদন সংশোধন শুরু১২.০৬.২০২৩
আবেদন সংশোধন শেষ১৪.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • ভাক্যান্সি ডিটেইলস: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: indiapost.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

5 thoughts on “আবারও মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ, ১২ হাজারের বেশি শূন্যপদ – জেনেনিন সম্পূর্ন তথ্য”

Leave a Comment