India Post Group-C Recruitment 2022: পশ্চিমবঙ্গে ভারতীয় পোস্ট অফিসে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে বাসিন্দা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | India Post |
পদের নাম | গ্ৰুপ সি (Staff Car Drivers) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন শেষ তারিখ | 26.09.2022 |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | indiapost.gov.in |
India Post Group-C Recruitment 2022
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ভারতীয় পোস্ট অফিসে গ্ৰুপ সি (Staff Car Drivers)
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস। এছাড়াও আরো বেশ কিছু যোগ্যতা প্রয়োজন সেগুলি আপনার অফিশিয়াল নোটিস থেকে ভালো করে জেনে নেবেন।
বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে 56 বছরের কম।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের পে লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে 19, 900/- টাকা থেকে 63,300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি | India Post Group-C Recruitment 2022 Apply Process
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পএের সঙ্গে জমা করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- মাধ্যমিকের মার্কশিট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- ড্রাইভিং লাইসেন্স।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- অন্যান্য সার্টিফিকেট যদি থাকে।
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ~ Dak Bhawan, New Delhi, 110001.
আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে চাকরি প্রার্থীরা 26.09.2022 তারিখে মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি | India Post Group-C Recruitment 2022 Selection Process
এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অন্যান্য যোগ্যতা টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | India Post Group-C Recruitment 2022 Dates & Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 26.08.2022 |
আবেদন শুরু | 26.08.2022 |
আবেদন শেষ তারিখ | 26.09.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
India Post Group-C Recruitment 2022 – FAQ

India Post Group-C Requirements 2022 কোন পদে নিয়োগ করা হচ্ছে?
India Post Group-C Requirements 2022 তে Staff Car Drivers পদে নিয়োগ করা হচ্ছে।
India Post Staff Car Drivers Recruitment 2022 এর আবেদন শুরু কতো তারিখ?
India Post Staff Car Drivers Recruitment 2022 এর আবেদন শুরু 26 আগস্ট 2022.
India Post Staff Car Drivers Recruitment 2022 এর আবেদনের শেষ তারিখ কত?
India Post Staff Car Drivers Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 26 সেপ্টেম্বর 2022.