পশ্চিম বঙ্গের ডাক বিভাগে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | India Post Group-D Requirment 2022

পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে Group-D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞপ্তিটি Indian Post -এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলেও চাকরি করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে ভালো বেতন ‌রয়েছ এই চাকরিতে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরি জন্য আগ্ৰহী হন তাহলে চাকরি সম্বম্বে জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ‌নোটিফিকেশন দেওয়া আছে। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে নিতে পারেন।

প্রতিষ্ঠানIndia Post
পদের নামGroup D
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী/মাধ্যমিক পাস
আবেদন শেষ09/05/2022
অফিসিয়াল ওয়েবসাইটindiapost.gov.in
স্থানভারতের সমস্ত রাজ্য

India Post Group-D Requirment 2022

পদের নাম ~ চাকরি প্রার্থীদের গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল – Staff Car Driver

শিক্ষাগত যোগ্যতা ~ চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। অষ্টম শ্রেণী পাস হলো ও আবেদন করতে পারবেন। এছাড়াও আরো কিছু যোগ্যতা প্রয়োজন সেগুলো অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারেন।

বয়সসীমা ~ আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।

বেতন ~ চাকরি প্রার্থীদের প্রতিমাসে 19,900 – 63,200 টাকা করে প্রতিমাসে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ~ চাকরি প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন চলবে 9/05/2022 তারিখ পর্যন্ত।

আবেদন মূল্য ~ উল্লেখ নেই

আবেদন পদ্ধতি (India Post Group-D Apply Process)

এখানে অনলাইনে আবেদন করার সুবিধা না থাকায় আপনাকে ডাক পরিষেবার মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করলে সেখানে একটি আবেদন ফর্ম পেয়ে যাবেন। সেটিকে A4 সাইজে প্রিন্ট আউট করে সঠিক ভাবে পূরণ করে, এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে, খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন ~

  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )
  • ড্রাইভিং লাইসেন্স
  • মাধ্যমিকর এডমিট কার্ড
  • ম্যধমিকের মার্কশীট
  • অন্যান্য সার্টিফিকেট যদি থাকে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ The Senior Manager,Mail Motor Services,134,Sudam Kalu Ahire Road,Worli, Mumbai – 400018.

নিয়োগ পদ্ধতি (India Post Group-D Selection Process)

এখানে কোনোরকম পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links For India Post Group-D Requirment)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫.০৩.২০২২
আবেদন শুরু২৫.০৩.২০২২
আবেদন শেষ০৯.০৫.২০২২

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

7 thoughts on “পশ্চিম বঙ্গের ডাক বিভাগে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | India Post Group-D Requirment 2022”

Leave a Comment