অষ্টম শ্রেণী পাসে ভারতীয় ডাক বিভাগে Group-C পদে নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা

India Post MMS Group-C Recruitment 2023: ভারতের ডাক বিভাগের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় Motor Vehicle Electrician এবং Motor Vehicle Mechanic নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ১১ এই মার্চ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Mail Motor Service Vacancy 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচনে প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাMail Motor Service
পদের নামMotor Vehicle Electrician ও Motor Vehicle
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)১৯,৯০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটindiapost.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ভারতীয় ডাক বিভাগে Group-C পদে নিয়োগ ২০২৩ (India Post MMS Group-C Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ভারতীয় ডাক বিভাগের মেল মোটর সার্ভিস (MMS)-এর পক্ষ থেকে Motor Vehicle Electrician এবং Motor Vehicle Mechanic পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Mail Motor Service Vacancy 2023-তে সব মিলিয়ে মোট দুটি শূন্য পদ রয়েছে। Motor Vehicle Electrician – ১টি শূন্যপদ এবং Motor Vehicle Mechanic – ১টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত যে কোনো Technical Institution থেকে উপরিউক্ত ট্রেড দুটির মধ্যে যে কোনো একটি ট্রেডে ট্রেড কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদনকারীর ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকা প্রয়োজন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

India Post MMS Group-C Recruitment 2023-তে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

India Post MMS Group-C Recruitment 2023

আগ্রহী ও যোগ্য প্রার্থীর এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। India Post MMS Group-C Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট তারিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় পোষ্টের মাধ্যমে অথবা নিজেকে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • জন্ম প্রমাণপত্র
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন)
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স
  • ২ কপি পাসপোর্ট সাইজ ফটো

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

To, The Manager, Mail Motor Service, GPO Compound, Civil Lines, Nagpur-440001

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

India Post MMS Group-C Recruitment 2023-তে আগামী ১১ই মার্চ ২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

India Post MMS Group-C Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬.০২.২০২৩
আবেদন শুরু০৬.০২.২০২৩
আবেদন শেষ১১.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “অষ্টম শ্রেণী পাসে ভারতীয় ডাক বিভাগে Group-C পদে নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা”

Leave a Comment