India Post Mail Motor Service Recruitment 2022: ভারতীয় পোস্ট অফিসে Mail Motor Service (গ্ৰুপ-ডি) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করা সুযোগ পাবেন ।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাহলে চাকরি সম্বদ্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | India Post |
পদের নাম | মেইল মোটর সার্ভিস (গ্রুপ -ডি) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 10 টি |
আবেদন শেষ তারিখ | 30.07.2022 |
স্থান | পুনে |

India Post MMS Recruitment 2022 – বিবরণ
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের ভারতীয় পোস্ট অফিসে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা সেটি হল – মেইল মোটর সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস। এছাড়াও আরো বেশ কিছু যোগ্যতা প্রয়োজন সেগুলি চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।
বয়সসীমা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স সীমা হতে হবে 35 বছরের কম।
বেতন ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 19,900/- টাকা করে বেতন দেওয়া হবে।
ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি পদে নিয়োগ 2022 আবেদন পদ্ধতি (India Post MMS Recruitment 2022 Apply Process)
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে আবেদন ফর্ম টি পেয়ে যাবেন। এরপর চাকরি প্রার্থীরা A4 পেজে প্রিন্ট আউট করে সেটি ভালো করে পূরন করে এর সঙ্গে নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট সুংযুক্ত করে সেটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানা পাঠাতে হবে।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- মাধ্যমিকে এডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশীট
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- ড্রাইভিং লাইসেন্স
- অন্যান্য সার্টিফিকেট যদি থাকে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ The Senior Manager, Mail Motor Service, No-37,Greams Road, Cnennai- 600006.
নিয়োগ পদ্ধতি (India Post MMS Recruitment 2022)
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 16.06.2022 |
আবেদন শুরু | 16.06.2022 |
আবেদন শেষ তারিখ | 30.07.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- সুপ্রিম কোর্টে জুনিয়ার অ্যাসিস্টেন্ট নিয়োগ 210 টি শূন্যপদ 2022
- মিলন উৎসব: 28,000 পার্থী নিয়োগের ঘোষণা 2022
1 thought on “ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি পদে নিয়োগ 2022 | India Post MMS Recruitment 2022”