অষ্টম শ্রেণী পাসে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা – আবেদন শেষ ১৪ এপ্রিল ২০২৩

Photo of author

By Joydeep

India Post New Job Vacancy 2023: ভারতের ডাক বিভাগের পক্ষ থেকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Skilled Artisan পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরিপ্রার্থী এখানে আবেদন করার পারবেন। এখানে আবেদন করার শেষ তারিখ হলো ১৪এই এপ্রিল। ভারতীয় ডাক বিভাগের Skilled Artisan পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndia Post
পদের নামSkilled Artisan (M.V Mechanic)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১৯,৯০০ – ৬৩,২০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.indiapost.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পোস্ট অফিসে কর্মী নিয়োগ ২০২৩ (India Post Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ইন্ডিয়া পোস্ট এর পক্ষ থেকে Skilled Artisan (M.V Mechanic) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

India Post Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, যেকোনো স্বীকৃতি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের পাস সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।

বয়সসীমা (Age Limit)

India Post Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে প্রতিমাসে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

India Post New Job Vacancy 2023

এখানে অনলাইনে আবেদন করার সুবিধা না থাকায় প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে একটি খামে ভর্তি করতে হবে। এরপর সেটি নির্দিষ্ট তারিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় রেজিস্ট্রার্ড পোস্ট বা স্পীড পোস্টের মধ্যে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Manager, Mail Motor Service, GPO Building, Sector 17 D, Chandigarh – 160017

আবেদন মূল্য (Application Fee)

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ১৪এই এপ্রিল ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু২৪.০৩.২০২৩
আবেদন শেষ১৪.০৪.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.