India Post Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে তরফে থেকে পোস্ট ম্যান, মেইল গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 14 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। আগ্ৰাহী প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰাহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Govt Of India |
---|---|
পদের নাম | পোস্ট ম্যান,মেইল গার্ড |
মোট শূন্যপদ | 60,544 টি |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাশ |
আবেদন শেষ তারিখ | 14.12.2022 |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট |
পোস্ট অফিসে পোস্ট ম্যান নিয়োগ ২০২২ – India Post Post Man Job Vacancy 2022
পদের নাম – Post Name
Indian Post Office Recruitment 2022 -তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – POST MAN
মোট শূন্যপদ – India Post Post Man Job Total Vacancy
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সবমিলিয়ে মোট 59099 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – India Post Post Man Job Education Qualification
India Post এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যানবাহন চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – India Post Post Man Recruitment 2022 Age Limit
India Post Office Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের সবোর্চ্চ বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – India Post Post Man Salary
India Post Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের প্রতিমাসে 21,700/- থেকে 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পোস্ট অফিসে মেইল গার্ড নিয়োগ ২০২২ | India Post Mail Gaurd Job Vacancy 2022
পদের নাম – Post Name
Indian Post Office Recruitment 2022 -তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – MAlL GAURD
মোট শূন্যপদ – India Post Mail Gaurd Job Total Vacancy
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সবমিলিয়ে মোট 1445 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – India Post Mail Gaurd Job Vacancy 2022 Education Qualification
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – India Post Mail Gaurd Recruitment 2022 Age Limit
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের সবোর্চ্চ বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে হতে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – India Post Mail Gaurd Salary
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের প্রতিমাসে 21,700/- থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – West Bengal Post Office Recruitment 2022 apply Online
আগ্ৰহী প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে। ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ – Application Last Date
ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 14 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি – India Post Recruitment 2022 Selection Process
আগ্ৰাহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নাম্বার এবং কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ এবং অনলাইনে কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.11.2022 |
আবেদন শুরু | 15.11.2022 |
আবেদনের শেষ তারিখ | 14.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – indiapost.gov.in
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Here
India Post Recruitment 2022 – FAQ
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
India Post Recruitment 2022 – FAQ

India Post Recruitment 2022 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?
India Post Recruitment 2022 তে পোস্ট ম্যান এবং মেইল গার্ড পদে নিয়োগ করা হচ্ছে।
India Post Post Man Job Vacancy 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
India Post Post Man Job Vacancy 2022 তে মোট 59099 টি শূন্যপদ আছে।
India Post Mail Gaurd Job Vacancy 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
India Post Mail Gaurd Job Vacancy 2022 তে মোট 1444 টি শূন্যপদ আছে।
India Post Post Man & Mail Gaurd Job Vacancy 2022 তে আবেদন করার শেষ তারিখ কত?
India Post Post Man Job Vacancy 2022 তে আবেদন করার শেষ তারিখ হলো 12 ডিসেম্বর 2022।
India Post Job Vacancy 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?
India Post Job Vacancy 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।