India Post Sports Quota Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ভারতীয় পোস্ট অফিসে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৮৯৯ টি শূন্যপদে Sports Quota সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- থেকে ৮১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | ভারতীয় পোস্ট অফিস (India Post) |
---|---|
পদের নাম | Sports Quota এবং অন্যান্য পদ |
মোট শূন্যপদ | ১৮৯৯ টি |
বেতন (₹) | ১৮,০০০/- থেকে ৮১,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | indiapost.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
India Post Sports Quota Recruitment 2023
পদের নাম
ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি নিচে তালিকা বিস্তারিত উল্লেখ করা হয়েছে:
- ডাক সহকারী
- বাছাই সহকারী
- পোস্টম্যান
- মেইল গার্ড
- মাল্টি টাস্কিং স্টাফ
মোট শূন্যপদ (India Post Sports Quota Vacancy Details)
পদের নাম | পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা | মোট শূন্যপদের সংখ্যা |
ডাক সহকারী | ৭০ টি | ৫৯৮ টি |
বাছাই সহকারী | ১১ টি | ১৪৩ টি |
পোস্টম্যান | ৭৫ টি | ৫৮৫ টি |
মেইল গার্ড | ১ টি | ৩ টি |
মাল্টি টাস্কিং স্টাফ | ২৮ টি | ৫৭০ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য ডাক সহকারী, বাছাই সহকারী পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে এবং পোস্টম্যান, মেইল গার্ড আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৫ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও আরো বাকি চারটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- থেকে ৮১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (India Post Sports Quota Recruitment 2023 Apply Online)
ভারতীয় পোস্ট অফিসে Sports Quota সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে indiapost.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে লগইন করে আবেদনপত্র টি সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। তারপরে মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। পরবর্তী কাজে জন্য অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য OBC/GEN/EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
আবেদনের শেষ তারিখ (India Post Sports Quota Recruitment 2023 Last Date)
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ শে নভেম্বর ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৯ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া (India Post Sports Quota Recruitment 2023 Selection Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা নাম্বারে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে ওই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন করার হবে তারপরে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৮.১১.২০২৩ |
আবেদন শুরু | ১০.১১.২০২৩ |
আবেদন শেষ | ০৯.১২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: indiapost.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
1 thought on “মাধ্যমিক পাসে পোস্ট অফিসে MTS সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ ২০২৩ | India Post Sports Quota Recruitment 2023”
Comments are closed.