Indian Army Agniveer Recruitment Rally 2022: Agneepath Scheme অনুযায়ী ভারতীয় স্থলভাগ সেনাবাহিনীতে (Indian Army) নিয়োগ এর রেলি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23 টি জেলা থেকেই আবেদন করতে পারবেন। ভিন্ন ভিন্ন জেলার পার্থীকে আলাদা আলাদা কেন্দ্রে আবেদন করতে হবে। কোন জেলার পার্থী কোন কেন্দ্রে আবেদন করতে পারবে, আবেদন কারীর বয়স সীমা, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Indian Army |
প্রকল্প | অগ্নীপথ |
পদের নাম | অগ্নিবীর |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক |
শূন্যপদ | 46000+ প্রায় |
সরকারি ওয়েবসাইট | joinindianarmy.nic.in |

ভারতীয় সেনা নিয়োগ রেলি ২০২২ (Indian Army Agniveer Recruitment Rally 2022)
Indian Army Agniveer Recruitment Rally 2022 Notification: ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু গুুত্বপূর্ণ তথ্য নিচে প্রদান করা হয়েছে।
আর্মি রেলির সময় ও কোন রেলিতে কোন কোন রালির পার্থী আবেদন করতে পারবেন নিচে দেওয়া হলো ~
আর্মি রেলী | জেলা | তারিখ |
---|---|---|
ব্যারাকপুর আর্মি রেলী | উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া | 18 থেকে 26 সেপ্টেম্বর 2022 |
বহরমপুর আর্মি রেলি | পুর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া | 16 থেকে 24 নভেম্বর 2022 |
শিলিগুড়ি আর্মি রেলি | দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলিংপং | 28 নঅভেম্বের থেকে 5 ডিসেম্বর 2022 |
কলকাতা আর্মি রেলি | কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া | 10 থেকে 19 ডিসেম্বর 2022 |
শিলিগুড়ি (সিকিম) আর্মি রেলি | পূর্ব ও পশ্চিম সিকিম, উত্তর ও দক্ষিণ সিকিম | 1 থেকে 5 সেপ্টেম্বর 2022 |
পদের নাম ~
- Agniveer General Deputy (All Arms)
- Agniveer (Tech)
- Agniveer Tech (Avn & Amn Examiner)
- Agniveer Clerk/Store Keeper Technical (All Arms)
- Agniveer Tradesmen (All Arms) 10th Pass
- Agniveer (All Arms) 8th Pass
অগ্নিবীর সেনা যোগ্যতা (Agniveer Army Recruitment 2022 Qualification)
শিক্ষাগত যোগ্যতা ~
পদের নাম (Post Name) | শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) |
---|---|
Agniveer General Deputy (All Arms) | মাধ্যমিক পাস (মোট 45% এবং প্রতিটি বিষয়ে 33% নাম্বার) |
Agniveer (Tech) | উচ্চমাধ্যমিক পাস (মোট 50% এবং পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, গণিত ও ইংরেজি তে 40% নাম্বার) |
Agniveer Tech (Avn & Amn Examiner) | উচ্চমাধ্যমিক পাস (মোট 50% এবং পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, গণিত ও ইংরেজি তে 40% নাম্বার) |
Agniveer Clerk/Store Keeper Technical (All Arms) | উচ্চমাধ্যমিক পাস (বিজ্ঞান, কলা ও বাণিজ্যিক বিভাগে 60% নাম্বার) |
Agniveer Tradesmen (All Arms) | মাধ্যমিক পাস |
Agniveer (All Arms) 8th Pass | অষ্টম শ্রেণী পাস |
বয়স সীমা ~ এখন আবেদন করতে আবেদনকারীর বয়স 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে হতে হবে।
শারিরীক মাপ ~ ভারতীয় সেনাবাহিনীর পুরনো নীয়াম অনুযায়ী বাছাই হবে।
শারীরিক যোগ্যতা ~
Group A
- 1600 মিটার দৌড় 5 মিনিট 30 সেকেন্ড সময়ে – 60 Marks
- 10 টি Pull Ups – 40 Marks
Group B
- 16 মিটার দৌড় 5:30 থেকে 5:45 মিনিটে – 84 Marks
- Pull Ups ~ 9 টি – 33 Marks, 8 টি – 27 Marks, 7 টি – 21 Marks, 6 টি – 16 Marks
আরো পড়ুন ~ আগ্নীপথ প্রকল্পে অগ্নিবীর সেনাবাহিনীর বেতন ও সুবিধা।
আগ্নিবীর সেনা আবেদন পদ্ধতি (Indian Army Agniveer Online Apply 2022)
আগ্রহী পার্থীকে প্রহামে ভারতীয় সেনাবহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in তে গিয়ে রেজিষ্টার করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি রেজিষ্টার করতে পারেন। 5 এই জুলাই 2022 থেকে রেজিষ্টেশন শুরু হচ্ছে এবং 3 এই আগস্ট 2022 তারিখ পর্যন্ত আপনারা এখনানে রেজিষ্টার করতে পারবেন। আর্মি রেলি শুরু হবার এক সপ্তাহ আগেই আবেদনকারীকে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে। অ্যাডমিট কার্ড থাকেলই পার্থী সরাসরি রেলিতে যেতে পারবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট ~
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- স্থায়ী বাসিন্ধার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট
- রিজিওনাল সার্টিফিকেট
- স্কুল করেক্টর সার্টিফিকেট
- করেক্টর সার্টিফিকেট
- অবিবাহিত সার্টিফিকেট
- রিলেশনশিপ সার্টিফিকেট
- NCC সার্টিফিকেট (যদি থাকে)
- স্পোর্টস সির্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ ফটো
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
রেজিষ্টেশন শুরু | 05.07.2022 |
রেজিষ্টেশন শেষ | 03.08.2022 |
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2022 – মোট 2800 শূন্যপদ
- মাধ্যমিক পাসে রেলওয়েতে নিয়োগ – মোট 1659 টি শূন্যপদ
5 thoughts on “ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ রেলি ২০২২ – মাধ্যমিক পাসে নিয়োগ | Indian Army Agniveer Recruitment Rally 2022”