Indian Coast Guard Group-D Recruitment 2023: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরি খবর। এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ড এর পক্ষ থেকে Driver, Fitter সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য বিস্তারিত পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Indian Coast Guard |
---|---|
পদের নাম | Driver, Fitter সহ আরো বিভিন্ন। |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.indiancoastguard.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্ডিয়ান কস্ট গার্ডে Group-D পদে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
ইন্ডিয়ান কোস্ট গার্ড এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি হলো –
- Driver
- Fitter
- Cleaner
- Mali
- Peon
- Sweeper
মোট শূন্যপদ (Total Vacancy)
Indian Coast Guard এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
Driver | ০১ টি |
Fitter | ০২ টি |
Cleaner | ০২ টি |
Mali | ০১ টি |
Peon | ০২ টি |
Swepper | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ITI কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৮ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমানপএ।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট।
- পাসপোর্ট সাইজের ফটো কপি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Director General,{For PD (Rectt)} Coast Guard Headquarters Directorate Of Recruitment, C-1, Phase II, Industrial Area Sector-62,Noida U.P. – 201309
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
ইন্ডিয়ান কোস্ট গার্ড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৪.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: indiancoastguard.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
Cleaner