Indian East Central Railway Group-D Recruitment 2022: মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে গ্রুপ-ডি গ্রুপ ডি নিয়োগ ২০২২

Indian East Central Railway Group-D Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো সুখবর। পূর্ব মধ্য রেল (Indian East Central Railway) এর তরফ থেকে গ্রুপ ডি (Group-D) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস থাকলেই এই পদের আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন এর সুবিধা না থাকায়, আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাIndian East Central Railway
পদের নামGroup-D
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
মোট শূন্যপদ13
বেতন (₹)5,200 – 20,200 /-
আবেদন মোডঅফলাইন
ওয়েবসাইটecr.indianrailways.gov.in

বিষয় সূচী ~

ভারতীয় রেলওয়ে নিয়োগ ২০২২ – Indian East Central Railway Group-D Recruitment 2022

পদের নাম – Post Name

  • হসপিটাল অ্যাটেনডেন্ট
  • অর্ডারলিজ
  • ডিসপেনসারি পিওন
  • স্ট্রেচার বিয়ারার্স
  • ওয়াচম্যান
  • সাফাইওয়ালা অথবা স্যানিটারি ক্লিনার

শিক্ষাগত যোগ্যতা – Indian East Central Railway Group-D Recruitment 2022 Education Qualification

এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো – মাধ্যমিক পাস।

মোট শূন্যপদ – Total Vacancy

Indian East Central Railway Group-D Recruitment 2022 -তে সব মিলিয়ে মোট 13 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতন – Indian East Central Railway Group-D Recruitment 2022 Salary

এখানে প্রতিমাসে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।

ভারতীয় রেলওয়েতে নিয়োগ ২০২২ – আবেদন পদ্ধতি | Indian East Central Railway Group-D Recruitment 2022 Apply Process

যেহেতু এখানে অনলাইনে আবেদন করার সুবিধা নেই, তাই চাকরি পার্থীকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে। এরপর অফিসিয়াল নোটিসে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আবেদনের শেষ তারিখ – Application Last Date

30 আগস্ট 2022 এখানে আবেদন করার শেষ তারিখ। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই তারিখের আগে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া – Selection Process

এখানে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যে সকল পার্থী এই পরীক্ষায় সফল হবে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত28.07.2022
আবেদন শুরু28.07.2022
আবেদন শেষ30.08.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল নোটিস: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Indian East Central Railway Group-D Recruitment 2022 – FAQ

Indian East Central Railway Group-D Recruitment 2022

ভারতীয় রেলওয়ে তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে মোট কটি শূন্যপদ রয়েছে?

ভারতীয় রেলওয়ে তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে মোট 13 টি শূন্যপদ রয়েছে

ভারতীয় রেলওয়ে তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে আবেদন শুরু কত তারিখ?

ভারতীয় রেলওয়ে তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে

ভারতীয় রেলওয়ে-তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে আবেদনের শেষ তারিখ কত?

ভারতীয় রেলওয়ে-তে গ্রুপ ডি নিয়োগ ২০২২ তে আবেদনের শেষ তারিখ হলো 30 আগস্ট 2022.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

3 thoughts on “Indian East Central Railway Group-D Recruitment 2022: মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে গ্রুপ-ডি গ্রুপ ডি নিয়োগ ২০২২”

  1. আমার একটা চাকরির খুব প্রয়োজন আমার সংসার চালার মতো কেউ নাই। আমার অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে পৌঁছায় আমার কিছু একটা করে দেন আমি আপনাদের খবরের আশায় থাকবো।

    Reply

Leave a Comment