Indian Navy Apprenticeship Training 2022: ইন্ডিয়ান নেভিতে বিনামূল্যে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং, 230 টি শূন্যপদ

Indian Navy Apprenticeship Training 2022: ইন্ডিয়ান নেভিতে বিনামূল্যে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 20 টি এরও বেশি ট্রেডে ট্রেনিং করানো হবে। সব মিলিয়ে এখানে মোট 230 টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস এবং ITI কোর্স করা পার্থী এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndian Navy
পদের নামApprenticeship
শূন্যপদ230 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, ITI
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটjoinindiannavy.gov.in

বিষয় সূচী ~

ইন্ডিয়ান নেভিতে বিনামূল্যে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং ২০২২ | Indian Navy Apprenticeship Training 2022

পদের নাম | Post Name

এখানে অ্যাপ্রেনটিসশিপ (Apprenticeship) পদে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা | Indian Navy Apprenticeship Training 2022 Educational Qualification

ইন্ডিয়ান নেভিতে Apprenticeship Training এর জন্য আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে 50% প্রাপ্ত নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে। এরসাথে সংশ্লিষ্ট ট্রেডে 60% প্রাপ্ত নম্বর সহ ITI কোর্স করা থাকতে হবে।

বয়সসীমা | Age Limit

30.01.2023 তারিখ অনুযায়ী 21 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও SC/ST শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 5 বছর এবং OBC শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3 বছর বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

মোট শূন্যপদ | Total Vacancy

Indian Navy Apprenticeship Training 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 230 টি শূন্যপদ রয়েছে।

ট্রেডের নাম | Trades Name

  • Computer Operator And Programing Assistant (COPA)
  • Electrician
  • Electronic Machanic
  • Fetter
  • Machinist
  • Mechanic
  • Mechanic Motor Vehicle
  • Turner
  • Welder
  • Sheet Metal Worker
  • Electroplater
  • Plumber
  • Pipe Fitter
  • Tailor
  • Painter
  • Tool And Die Maker
  • আরো অন্যান্য।

আবেদন পদ্ধতি | Indian Navy Apprenticeship Training 2022 Apply Process

ইন্ডিয়ান নেভিতে বিনামূল্যে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং এর জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ এর সঙ্গে যুক্ত আবেদন ফর্ম টি ডাউনলোড করতে হবে। তারপর আবেদন ফর্ম টি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করতে হবে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তারসঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করতে হবে। তারপর আবেদনপত্রটি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র | Required Documents

  • চার কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের মার্কশীট ও বয়সের প্রমাণপত্র।
  • ITI কোর্স সার্টিফিকেট।
  • আধার কার্ড বা প্যান কার্ড।
  • কমিউনিটি সার্টিফিকেট।
  • কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)

আবেদন পত্র পাঠানোর ঠিকানা

The Admiral Superintendent (For Office in Charge), Apprentice Training School, Naval Base, Kochi – 682004.

গুরত্বপূর্ন তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত22.08.2022
আবেদন শুরু26.08.2022
আবেদন শেষ23.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস/আবেদন পত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Indian Navy Apprenticeship Training 2022 – FAQ

Indian Navy Apprenticeship Training 2022

Indian Navy Apprenticeship Training 2022 তে মোট কটি শূন্যপদ আছে?

Indian Navy Apprenticeship Training 2022 তে মোট 230 টি শূন্যপদ আছে।

ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং এর আবেদন শুরু কতো তারিখ?

ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং এর আবেদন শুরু 26 আগস্ট 2022.

ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেনটিসশিপ আবেদনের শেষ তারিখ কত?

ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেনটিসশিপ আবেদনের শেষ তারিখ হলো 23 সেপ্টেম্বর 2022.

ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেনটিসশিপ এর আবেদন পত্র ডাউনলোড করবো কিভাবে?

উপরের Download PDF তে ক্লিক করে ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেনটিসশিপ এর আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment