Indian Post Payment Bank CSP: বিনামূল্যে বাড়িতেই পোস্ট পেমেন্ট ব্যাংক এবং আঁধার সেবা কেন্দ্র খুলে ব্যাবসা শুরু করুন

আপনি এই Post Payment ID নিয়ে সাধারণ মানুষ কে ১৫ টিরও বেশি অনলাইন সুবিধা প্রদান করতে পারবেন। কি কি সুবিধা পাবেন এই ID নিলে এবং এই ID নেয়ার জন্য আপনার কি যোগ্যতা লাগবে, ডকুমেন্টস কি দিতে হবে সমস্ত কিছু নিয়েই আজকের এই আর্টিকেল এ আলোচনা করবো। এই অনলাইনের যুগে এসে বেশিভাগ মানুষ চায় বাড়ির কাছেই তার অনলাইনের সমস্ত কাজের সুবিধা পেয়ে যাই ।যেমন -টাকা লেনদেন থেকে শুরু যাবতীয় কিছু।

Indian Post Payment Bank CSP

Post Payment ID নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন :-

  • টাকা জমা করা ও টাকা তোলা
  • নতুন একাউন্ট খোলা
  • ব্যাংকের একাউন্ট এর সাথে আঁধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর যুক্ত করা
  • ATM কার্ড এর মাধ্যমে টাকা তোলা
  • আঁধার কার্ডের মাধ্যমে টাকা তোলা
  • Insurance এর কাজ করতে পারবেন
  • বিভিন্ন প্রকার লোনের আবেদন করতে পারবেন
  • টাকা ট্রান্সফার করা
  • Bank Passbook আপডেট

এই ID নেওয়ার কয়েক মাস পর আপনি আঁধার কার্ড এর সমস্ত রকম কাজ করার জন্য নতুন আরও একটা ID পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে

এই ID নেওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা লাগবে :-

১) অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

২) বাজার এলাকায় অর্থাৎ জনবসতিপূর্ণ এলাকায় দোকান থাকতে হবে।

৩) কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে।

৪) নূন্যতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।

এই ID নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত :-

১) প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। ওয়েবসাইট 👉 www.ippbonline.com

২) দ্বিতীয় কাজ Partner with option এ ক্লিক করতে হবে।

৩) তৃতীয় কাজ Individual Business Correspondents অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর নিজের নাম, মোবাইল নম্বর, পুরো ঠিকানা, ইমেইল,নিজের এলাকার পার্শবর্তী পোস্ট অফিসের নাম এবং বর্তমান রাজ্যে লিখতে হবে।

৫) সবশেষ কাজ I AGREE তে ক্লিক করবেন তারপর SUBMIT এ ক্লিক করবেন।

৬) পোস্ট অফিসের তরফে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে নেওয়া হবে।

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে :-

  • আঁধার কার্ড ( বাধ্যতামূলুক )
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • ব্যাংকের পাসবই এর প্রথম পৃষ্ঠা

আরো পড়ুন: মাত্র কয়েক ঘন্টা কাজ করেই খুব ভালো ইনকাম

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “Indian Post Payment Bank CSP: বিনামূল্যে বাড়িতেই পোস্ট পেমেন্ট ব্যাংক এবং আঁধার সেবা কেন্দ্র খুলে ব্যাবসা শুরু করুন”

Leave a Comment