Indian Railways Recruitment 2022-23: 14 জুন 2022 ভারতীয় রেলওয়ে তে 1.5 লক্ষ্য কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 লক্ষ্য কর্মী নিয়োগের আদেশে বেশ কয়েকটি সরকারি মন্ত্রণালয় ও বিভাগে কর্মী নিয়োগের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। আগামী এক বা দেড় বছরের মধ্যে 10 লক্ষ্য কর্মী নিয়োগের কোটা পূরণ করার উদ্দেশ্যে ভারতীয় রেল আগামী 1 বছরের মধ্যে প্রায় 1,48,463 পার্থী নিয়োগের কথা প্রকাশ করেন।
নিয়োগ সংস্থা | ভারতীর রেলওয়ে |
পদের নাম | ভারতীর রেলওয়ের নানান পদ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ITI, ডিপ্লোমা |
মোট শূন্যপদ | 1,48,463 টি |
আবেদন শুরু | প্রকাশ হয়নি |
সরকারি ওয়েবসাইট | indianrailways.gov.in |

Indian Railways Recruitment 2022-23 – বিবরণ
হিসাব অনুযায়ী জানা গেছে Indian Railways এর কর্মী প্রয়োজন 4 লক্ষ্য 78 হাজার, যার মধ্যে 21.75 পদ শূন্য রয়েছে বর্তমানে। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত 3,49,422 পার্থী নিয়োগ করা হয়েছে, যা বার্ষিক গর পড়ছে 43,678 পার্থী নিয়োগ। আগের বছরের তুলনায় এই বছর Indian Railways Recruitment 2022-23 সবথেকে বেশি পরিমাণে পার্থী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
- 2022-23 সালে পার্থী নিয়োগ সংখ্যা: 1,48,463
- 2020 সালের পদ শূন্যপদের হার: 21.75%
- 2014-15 থেকে 2020-21 পর্যন্ত নিয়োগ সংখ্যা: 3,49,422
- ভারতীয় রেলের শেয়ারের হার: 40.55%
পদের নাম ~ Indian Railways তে যতগুলি পদ রয়েছে তারমধ্যে বেশিরভাগ পদেই কম বেশি পার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বেশির ভাগ পদের ক্ষেতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ITI, ডিপ্লোমা ইত্যাদি করা থাকলেই আবেদন করতে পারবেন।
শূন্যপদ ~ এখানে প্রায় 1,48,463 লক্ষ্য শূন্যপদ রয়েছে।
বয়স সীমা ~ এখানে চাকরি করতে হলে আপনার পয়াস কমপক্ষে 18 বছর হবা প্রয়োজন এবং সর্বাধিক বয়স সীমা রয়েছে 48 বছর পর্যন্ত।
ভারতীয় রেলের আবেদন পদ্ধতি (Indian Railways Recruitment 2022-23 Apply Online)
Indian Railways Recruitment 2022-23 Apply Online: ভারতীয় রেলে চাকরির জন্য আবেদন করার জন্য আপনারা Indian Railways এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া ( Selection Process)
এখানে আবেদনকারী চাকরি পার্থীদের প্রথমে পরীক্ষা নেওয়া হবে এবং তারপর এই পরীক্ষায় সফল পার্থীদের পরীক্ষা নেওয়া হবে বা পার্সোনালিটি স্ট্যাটাস এর মাধ্যমে নিয়োগ করা হবে।
এখন শুধুমাত্র নিয়োগ এর ঘোষণা করা হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই Indian Railways Recruitment 2022-23 বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানাগেছে।
আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
অফিসিয়াল ওয়েবসাইট ~ https://indianrailways.gov.in/
আরো চাকরি দেখুন 👇
আরো পড়ুন ~
6 thoughts on “ভারতীয় রেল বিভাগে ১.৫ লক্ষ্য কর্মী নিয়োগের ঘোষণা | Indian Railways Recruitment 2022-23”