Intelligence Bureau Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরো তে অফিসার পদে চাকরির বিরাট সুযোগ। ইন্টেলিজেন্স ব্যুরো এর পক্ষ থেকে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত জারি করা হয়েছে। এখানে মোট ৭৯৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৩এই জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো |
---|---|
পদের নাম | জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার |
মোট শূন্যপদ | ৭৯৭ টি |
বেতন (₹) | ২৫,৫০০ – ৮১,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | mha.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ইন্টেলিজেন্স ব্যুরো তে অফিসার পদে চাকরি ২০২৩
পদের নাম (Post Name)
এখানে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৭৯৭টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা আইটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর বয়স ছাড় রয়েছে।
বেতন (Salary)
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো তে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে mha.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে। এখানে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে নিয়োগ প্রক্রিয়াকরণ চার্জ হিসেবে ৪৫০ টাকা এবং সঙ্গে পুরুষ, UR, EWS এবং OBC প্রার্থীদের পরীক্ষার ফী হিসেবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো তে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৩এই জুন, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অনলাইন টেস্ট, স্কিল টেস্ট, পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
আবেদন শুরু | ০৩.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৬.২০২৩ |
আবেদন ফী জমা শেষ | ২৬.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: mha.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |