IOCL Apprentice Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। Indian Oil Corporation Limited (IOCL) এর দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এখনে মোট 1744 টি শূন্যপদে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI এবং আরো উচ্চ মানের শিক্ষাবিশিষ্ঠ পার্থী এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 3 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
IOCL Apprentice Recruitment 2022-23 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Indian Oil Corporation Limited (IOCL) |
---|---|
পদের নাম | শিক্ষানবিশ (Apprentice) |
মোট শূন্যপদ | 1744 টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | শিক্ষানবিশ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.iocl.com |
টেলিগ্রাম | Join Here |
ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ ২০২২-২৩ | IOCL Apprentice Recruitment 2022-23
পদের নাম – Post Name
IOCL Recruitment 2022-23 তে বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। ট্রেডের নাম নিচের তালিকায় দেওয়া হলো –
- Technician Apprentice
- Trade Apprentice
- Graduate Apprentice
- Trade Apprentice (DEO Fresher)
- Trade Apprentice (DEO Skill Certificate Holder)
- Trade Apprentice (RSA Fresher)
- Trade Apprentice (RSA Skill Certificate Holder)
- Trade Apprentice Fitter
মোট শূন্যপদ – IOCL Recruitment 2022-23 Apprentice Vacancy
IOCL Apprentice Recruitment 2022-23 তে সারা ভারত জুড়ে মোট 1744 টি শূন্যপদ আছে। এবং পশ্চিমবঙ্গ মোট 166 টি শূন্যপদ আছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো –
ট্রেডের নাম | মোট শূন্যপদ |
---|---|
Technician Apprentice | 775 টি |
Trade Apprentice | 437 টি |
Graduate Apprentice | 283 টি |
Trade Apprentice (DEO Fresher) | 56 টি |
Trade Apprentice (DEO Skill Certificate Holder) | 18 টি |
Trade Apprentice (RSA Fresher) | 74 টি |
Trade Apprentice (RSA Skill Certificate Holder) | 51 টি |
Trade Apprentice Fitter | 50 টি |
মোট শূন্যপদ | 1444 টি |
শিক্ষাগত যোগ্যতা – IOCL Apprentice Recruitment 2022-23 Educational Qualification
Indian Oil Corporation Limited (IOCL) তে শিক্ষানবিশ (Apprentice) পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ITI বা ডিপ্লোমা বা B.Com বা B.Sc বা BA করা থাকতে হবে। ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচের তালিকায় দেওয়া হলো –
- Technician Apprentice – ডিপ্লোমা
- Trade Apprentice – মাধ্যমিক, ITI
- Graduate Apprentice – B.Com/B.SC/BA
- Trade Apprentice (DEO Fresher) – উচ্চ মাধ্যমিক
- Trade Apprentice (DEO Skill Certificate Holder) – উচ্চ মাধ্যমিক
- Trade Apprentice (RSA Fresher) – উচ্চ মাধ্যমিক
- Trade Apprentice (RSA Skill Certificate Holder) – উচ্চ মাধ্যমিক
- Trade Apprentice Fitter – মাধ্যমিক, ITI
বয়সসীমা – IOCL Apprentice Age Limit
Indian Oil Corporation Limited Recruitment Notification অনুযায়ী এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা 18 বছর এবং সর্বোচ্চ 24 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি – IOCL Apprentice Recruitment 2022-23 Apply Online
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে Indian Oil Corporation Limited (IOCL) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর Apprentice বিভাগে গিয়ে বিজ্ঞতির নিচের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
- প্রথমে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটের Apprentice বিভাগে যান।
- অথবা, নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- এর পর বিজ্ঞপ্তি এর নিচে Link for Applicants to register তে ক্লিক করুন।
- নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করে রেজিষ্টেশন করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents
- আবেদনকারীর ছবি (রোগীন)।
- জন্ম প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- সাদা কাগজে করা স্বাক্ষর।
আবেদন করার শেষ তারিখ – IOCL Apprentice Recruitment 2022-23 Last Date
ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 3 জানুয়ারি 2023 বিকেল 5 টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া – Selection Process
IOCL-তে শিক্ষানবিশ (Apprentice) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 14.12.2022 |
আবেদন শুরু | 14.12.2022 |
আবেদন শেষ | 03.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ ২০২২-২৩ – FAQ
IOCL Apprentice Recruitment 2022-23 তে আবেদনের শেষ তারিখ কত?
IOCL Apprentice Recruitment 2022-23 তে আবেদনের শেষ তারিখ হলো 3 জানুয়ারি 2023 (বিকেল 5 টা পর্যন্ত)।
ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
প্রতিটি ট্রেডের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, B.Com, B.SC, BA ইত্যাদি।
Indian Oil Corporation Limited Apprentice Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে।
Indian Oil Corporation Limited Apprentice Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।