মাধ্যমিক পাসে হলদিয়ায় Indian Oil কোম্পানিতে কর্মী নিয়োগ, শুরুতেই ২৫ হাজার টাকা বেতন

IOCL Job Vacancy In Handia, West Bengal 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCAL) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের হলদিয়ায় এবং গুজরাটের ভাদোদারায় মোট ৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আবেদন করতে পারবেন। Indian Oil Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পুরো লেখাটি পড়ে দেখুন।

নিয়োগ সংস্থাIndian Oil Corporation Limited (IOCL)
পদের নামJunior Engineering Assistant
মোট শূন্যপদ৬৫ টি
বেতন (₹)২৫,০০০ – ১,০৫,০০০/-
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন মোডঅনলাইন/অফলাইন
স্থানহলদিয়া, পশ্চিমবঙ্গ এবং ভাদোদারা, গুজরাট
ওয়েবসাইটiocl.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

হলদিয়ায় Indian Oil কোম্পানিতে নিয়োগ ২০২৩ (IOCL Job Vacancy In Handia 2023)

পদের নাম (Post Name)

এখানে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-তে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো – জুনিয়র ইন্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (Junior Engineering Assistant)

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে পশ্চিমবঙ্গের হলদিয়া এবং গুজরাটের ভাদোদারা তে মিলে মোট ৬৫টি শূন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Junior Engineering Assistant-IV (Production)৫৪ টি
Junior Engineering Assistant-IV (P&U)০৭ টি
Junior Engineering Assistant-IV (P&U-O&M)০৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, ITI, ডিপ্লোমা B.SC করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Junior Engineering Assistant-IV (Production): এই পদে আবেদন করার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল টেকনোলোজি/রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তে ডিপ্লোমা এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি তে B.SC করা থাকতে হবে।
  • Junior Engineering Assistant-IV (P&U): এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস, ITI, মেকানিকাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তে ডিপ্লোমা এবং গণিত, পদার্থবিদ্যা, রসায়ন/ শিল্প রসায়নে B.Sc থাকা প্রয়োজন।
  • Junior Engineering Assistant-IV (P&U-O&M): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তে ডিপ্লোমা করা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

IOCL Job Vacancy In Handia 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ৩০.০৪.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে OBC পর্থীদের ক্ষেত্রে ৩ বছর, SC/ST পর্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং PWD পর্থীদের ক্ষেত্রে ১০ বছর বয়স ছাড় দেওয়া হবে।

বেতন (Salary)

Indian Oil Corporation Limited-তে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে প্রতিমাসে ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

IOCL Job Vacancy In Handia, West Bengal

আগ্রহী ও যোগ্য পার্থীদের এখানে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তারপর হার্ড কপি অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। এরপর আবেদনটি সাবমিট করে আবেদন নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর হার্ড কপি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট বা কুরিয়ার এর মাধ্যমে জমা করতে হবে।

হার্ড কপি জমা দেওয়ার ঠিকানা ~

  • হলদিয়া শোধনাগার: Deputy General Manager(HR), Indian Oil Corporation Limited, Haldia Refinery, PO: Haldia Oil Refinery, Dist: Purba Medinipur- 721606 (West Bengal).
  • গুজরাট শোধনাগার: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, Gujarat Refinery, P.O. Jawahar Nagar, Dist. Vadodara – 391320(Gujarat).

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/ExSM পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে Junior Engineering Assistant পদে আবেদন করার শেষ তারিখ হলো ৩০ মে, ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Indian Oil Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০৫.২০২৩
আবেদন শুরু০১.০৫.২০২৩
আবেদন শেষ৩০.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: iocl.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.