IOCL Recruitment 2023: হালদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে মোটা বেতনের চাকরি, প্রচুর কর্মী নিয়োগ ২০২৩

IOCL Recruitment 2023 Haldia: ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১০৬টি শূন্যপদে Executive নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ রাজ্যের হালদিয়াতেও কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ২১এই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। IOCL Executive Recruitment 2023 সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndian Oil Corporation Limited (IOCL)
পদের নামExecutive
মোট শূন্যপদ১০৬ টি
বেতন (₹)১২,০০,০০০ – ১৬,০০,০০০/- (বছরে)
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটiocl.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

হালদিয়া-তে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে নিয়োগ ২০২৩ (IOCL Recruitment 2023 Haldia)

পদের নাম (Post Name)

এখানে বিহার, গুজরাট, ওড়িশা, আসাম এবং হরিয়ানা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে Executive Level L1 এবং Executive Level L1 পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

IOCL Executive Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলে মোট ১০৬ টি শুন্যপথ রয়েছে। পদ ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের চোখে উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Executive Level L1৯৬ টি
Executive Level L2১০ টি
মোট শূন্যপদ১০৬ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

IOCL Recruitment 2023 Haldia-তে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma, BE/ B.Tech, যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

IOCL Executive Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Executive Level L1 পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হলো ৩৫ বছর এবং Executive Level L2 পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। ছাড়াও SC/ST পর্থীদের ৫ বছর এবং OBC পর্থীদের ৩ বছরের বয়স ছাড় দেওয়া হবে।

বেতন (Salary)

IOCL Recruitment 2023-তে নির্বাচিত পর্থীদের বাৎসরিক বেতনের পরিমাণ নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামবেতন (বছরে)
Executive Level L1Rs. ১২,০০,০০০/-
Executive Level L2Rs. ১৬,০০,০০০/-

আবেদন পদ্ধতি (IOCL Recruitment 2023 Apply Online)

IOCL Recruitment 2023 Haldia

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-তে যেতে হবে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
  • Apply Now-তে ক্লিক করুন।
  • PDF টি ডাউনলোড করে পড়ুন।
  • এরপর Next-তে ক্লিক করুন।
  • উপরে যে পদের জন্য আবেদন করতে চান সেটি বাছুন।
  • নিজস্ব তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করুন।
  • সিগনেচার ও ফটো আপলোড করুন।
  • এরপর Next-তে ক্লিক করুন।
  • শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে Next-তে ক্লিক করুন।
  • অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য দিয়ে Next-তে ক্লিক করুন।
  • আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  • এরপর আবেদনটি সাবমিট করুন।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/ExSM পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না।

আবেদনের শেষ তারিখ (IOCL Executive Recruitment 2023 Last Date)

IOCL Executive Recruitment 2023-তে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ২১এই মার্চ ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (IOCL Recruitment 2023 Selection Process)

IOCL Recruitment 2023-তে Executive পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৮.০২.২০২৩
আবেদন শুরু২৮.০২.২০২৩
আবেদন শেষ২১.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “IOCL Recruitment 2023: হালদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে মোটা বেতনের চাকরি, প্রচুর কর্মী নিয়োগ ২০২৩”

Leave a Comment