IPPB Recruitment 2023: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ, বেতন ৩০,০০০ টাকা

Indian Post Payment Bank (IPPB) Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৫৯ টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য ফর্ম ফিলাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা যাঁরা এই গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা আজকের এই আর্টিকেলটি ভালোভাবে পড়ুন। এই আর্টিকেল এ সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাIPPB ( Indian Post Payment Bank )
পদের নামGramin Dak Sevak
মোট শূন্যপদ59 টি
বেতন (₹)৩০,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটippbonline.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ | Indian Post Payment Bank Job Vacancy 2023

পদের নাম (Post Name)

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আসাম ও উত্তর পূর্ব সার্কেলে ব্যাংকে বিভিন্ন অফিসে Gramin Dak Sevak নিয়োগ করবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ৫৯ টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। রাজ্য ভিত্তিক বিভাজন নিন্নে আলোচনা করা হলো।

CircleStateVacancies
Assam CircleAssam16
North East CircleArunachal Pradesh10
Manipur9
Meghalaya8
Mizoram5
Nagaland9
Tripura2
Total59

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ডাক সেবক পদে আবেদন করার জন্য প্রার্থী কে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাডুয়েশন পাস করা থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

IPPB Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

Indian Post Payment Bank – এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে GDS ( GRAMIN DAK SEVAK ) পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (IPPB Recruitment 2023 Apply Online)

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা Indian Post Payment Bank Job Vacancy 2023 – এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিজের ফোন স্ক্যান করে রাখতে হবে। jobsdop@ippbonline.in এই লিঙ্কে ক্লিক করলেই ইমেইল এর অপশন আসবে সেখানেই আপনার সমস্ত তথ্য ভালোভাবে পূরণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপত্র
  • আঁধার কার্ড ও ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো কপি

আবেদন মূল্য (Application Fee)

Executive Gramin Dak Sevak পদে আবেদন করার জন্য প্রার্থী কে কোনো আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

IPPB Recruitment 2023-তে গ্রামীণ ডাক সেবক পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ মার্চ ২০২৩

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০২.২০২৩
আবেদন শুরু১৫.০২.২০২৩
আবেদন শেষ০১.০৩.২০২৩
অ্যাডমিট কার্ড ডাউনলোড১৫.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment