IRCON Works Engineer Recruitment 2023: ভারতের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর এখানে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পক্ষ থেকে Works Engineer পদে ৩৪ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৩৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | IRCON INTERNATIONAL LIMITED |
---|---|
পদের নাম | Works Engineer |
মোট শূন্যপদ | ৩৪ টি |
বেতন (₹) | ৩৬,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.ircon.org |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
IRCON-তে নিয়োগ ২০২৩ (IRCON Recruitment 2023)
পদের নাম (Post Name)
ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রকশন কোম্পানি লিমিটেড পক্ষ থেকে Works Engineer পদে কর্মী নিয়োগ করা হবে। Works Engineer পদে যে সমস্ত বিভাগে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।
- Civil
- Electrical
- S&T
মোট শূন্যপদ (IRCON Job Vacancy 2023)
IRCON Works Engineer Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৪ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা (IRCON Recruitment 2023 Educational Qualification)
IRCON Works Engineer Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Civil/ Electrical/ Engineering/ Technology -তে প্রার্থীদের ৬০ শতাংশ নাম্বার নিয়ে গ্ৰাজুয়েশন ডিগ্ৰি পাশ করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ০১.০৩.২০২৩ তারিখ অনুসারে বয়সের হিসেব ধরা হবে।
বেতন (Salary)
IRCON Works Engineer Recruitment 2023 তে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৩৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (IRCON Recruitment 2023 Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদা ভাবে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপরে প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা, পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
এখানে পশ্চিমবঙ্গের ক্ষেএে ইন্টারভিউ স্থান – Ircon International Limited, 378, Prantik Pally, Dhanmath Kasba, Kolkata- 700107, West Bengal এবং অন্যান্য রাজ্যের ইন্টারভিউ স্থান অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
ইন্টারভিউ তারিখ
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ইন্টারভিউ নেওয়া হবে ১৭ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৭ এপ্রিল ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ওয়র্কাস ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৮.০৩.২০২৩ |
ইন্টারভিউ (পশ্চিমবঙ্গ রাজ্যে) | ১৭.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |