IRCTC- তে কর্মী চাকরির সুযোগ, আবেদন চলবে ২১ জুলাই পর্যন্ত

IRCTC Consultant Tourism Recruitment 2023: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরি খবর। যে সকল চাকরিপ্রার্থী ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-তে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। IRCTC এর পক্ষ থেকে Consultant Tourism পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২১শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাIndian Railway Catering and Tourism Corporation (IRCTC)
পদের নামConsultant Tourism
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানগুয়াহাটি – আসাম, কলকাতা – পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটirctc.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

IRCTC- তে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম

ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড ট্যূরিজম কর্পোরেশনের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Consultant Tourism

মোট শূন্যপদ

IRCTC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Consultant Tourism পদে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই একজন রেলওয়ের রেটির্ড কর্মচারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী বয়স সবোর্চ্চ ৬৪ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ৩১.০৩.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে আবেদনে সুবিধা না থাকায় অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে irctc.co.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে। এছাড়াও প্রার্থীরা ইমেইল এর মাধ্যমে পাঠাতে পারবেন। hrdkolkata@irctc.com. এই ইমেইল মাধ্যমে ২১শে জুলাই ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে।।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Group General Manager, Indian Railway Catering and Tourism Corporation Ltd, 3 Ground Floor, Koilaghat Street, Kolkata- 70001 001.

আবেদনের শেষ তারিখ

ইন্ডিয়া রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যূরিজম কর্পোরেশন এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২১শে জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১৩.০৭.২০২৩
আবেদন শেষ২১.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: irctc.co.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

2 thoughts on “IRCTC- তে কর্মী চাকরির সুযোগ, আবেদন চলবে ২১ জুলাই পর্যন্ত”

Leave a Comment