IRCTC Kolkata Job Vacancy 2023: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC)-তে Computer Operator and Programming Assistant (COPA) পোদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক এবং ITI করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থী IRCTC Kolkata Job Vacancy 2023-তে আগামী ১৪এই জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC), Kolkata |
---|---|
পদের নাম | Computer Operator and Programming Assistant (COPA) |
মোট শূন্যপদ | ২৫ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি (শিক্ষানবিশ) |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | irctc.com |
টেলিগ্রাম | Join Here |
IRCTC কলকাতা-তে শিক্ষানবিশ নিয়োগ ২০২৩ (IRCTC Kolkata Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখনে IRCTC Kolkata দ্বারা Computer Operator and Programming Assistant (COPA) ট্রেডে শিক্ষানবিশ নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (IRCTC Kolkata Job Vacancy 2023 Educational Qualification)
এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সঙ্গে ITI এর NCVT/SCVT কোর্স এর সার্টিফিকেট থাকা প্রয়োজন IRCTC Kolkata Recruitment 2023 তে আবেদন করার জন্য।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ০১.০৪.২০২২ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।
বেতন (IRCTC Kolkata Appreciate Stipend)
IRCTC Kolkata Recruitment 2023 তে Computer Operator and Programming Assistant (COPA) ট্রেডের শিক্ষানবিশ দের প্রতিমাসে ৫,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (IRCTC Kolkata Job Vacancy 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী IRCTC COPA Recruitment 2023 তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য পর্থীদের https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- আইডি প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- ছবি ১ কপি।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনের শেষ তারিখ (IRCTC Kolkata Job Vacancy 2023 Last Date)
IRCTC COPA Recruitment 2023 তে আগামী ১৪এই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (IRCTC Kolkata Job Vacancy 2023 Selection Process)
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। এই লিস্ট অনুযায়ী IRCTC COPA Recruitment 2023 তে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি অনুসারে | ২৯.১২.২০২২ |
আবেদন শুরু | ২৯.১২.২০২২ |
আবেদন শেষ | ১৪.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- বিজ্ঞপ্তি প্রকাশিত: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- নতুন চাকরির খবর: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |