IREL-তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, প্রতিমাসে ৫৭,০০০ টাকা বেতন – শীঘ্রই আবেদন করুন

IREL MT-Technical Recruitment 2023: ভারতের সমস্ত বেকার যুবক ও যুবতীদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর পক্ষ থেকে MT-Technical, MT-HR সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাIndian Rare Earths Limited (IREL)
পদের নামআরো বিভিন্ন
মোট শূন্যপদ৩৫ টি
বেতন (₹)৫৭,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটirel.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

IREL-তে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩

পদের নাম

ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • MT-Technical
  • MT-HR
  • MT-Finance

মোট শূন্যপদ

IREL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৫ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/CMA/ B.Com/ BE/ B.Tech/ MBA/ MSW/ স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা সম্পন্ন করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ২০ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেডে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রার্থীদেরকে প্রথমে irel.co.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করা হয়ে গেলে রেফারেন্স জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ

ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২০ আগষ্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৭.২০২৩
আবেদন শুরু২১.০৭.২০২৩
আবেদন শেষ২০.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: irel.co.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment